এক্সপ্লোর
Govt. on Multiple Sim: সিম কার্ডের ব্যবহার নিয়ে নয়া নির্দেশ, নিয়ম না মানলেই কড়া ব্যবস্থা
Govt. on Multiple Sim: মোবাইলের সিম নিয়ে নতুন নির্দেশ সরকারের।
1/5

Govt. on Multiple Sim: আর কোনও রেয়াত করবে না সরকার ! আপনার নামে এই সংখ্যার বেশি সিম কার্ড (Mobile Sim Card) থাকলেই ভুগতে হবে। সম্প্রতি মোবাইলের সিম কার্ড নিয়ে এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার(Central Government)।
2/5

DoT on Multiple Sim: ঘোষণায় বলা হয়েছে, কোনও ব্যক্তির কাছে ৯টির বেশি সিম কার্ড রাখা যাবে না। কোনওভাবে কারও কাছে ৯টির বেশি সিমের কানেকশন থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। সেই ক্ষেত্রে প্রত্যেকটি সিমের বিষয়ে যাচাই করবে ডিপার্টমেন্ট অফ টেলি কমিউনিকেশন(DoT)। পরবর্তীকালে কোনও সিমের ভেরিফিকেশন না করা থাকলে একটি সিম কার্ড রেখে ওই ব্যক্তির বাকি সব সিমকার্ড নিষ্ক্রিয় করে দেবে কর্তৃপক্ষ। জম্মু-কাশ্মীর ও উত্তরপূর্বের ক্ষেত্রে এই সিম রাখার সংখ্যা সর্বোচ্চ ৬টি।
Published at : 10 Dec 2021 05:48 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















