এক্সপ্লোর
Hyundai Tucson 2022: নজরকাড়া নকশা ! রাস্তায় কেমন পারফরম্যান্স টুসোর ? দেখুন ছবি

2022 Hyundai Tucson
1/9

ভারতের বাজারে সবেমাত্র লঞ্চ হয়েছে হুন্ডাইয়ের এই গাড়ি। দেশের প্রিমিয়াম গাড়ি বাজারে কেবল নতুন সিগনেচার আউটলেটের মাধ্যমে হুন্ডাই টুসো (Hyundai Tucson) বিক্রি করছে কোম্পানি। ২০-৩০ লক্ষ টাকার প্রিমিয়াম SUV স্পেসের জন্য এই গাড়ি এনেছে হুন্ডাই।
2/9

সম্প্রতি এই এসইউভির সঙ্গে কিছু সময় কাটিয়েছি আমরা। যেখানে এর ADAS বৈশিষ্ট্যের পাশাপাশি আরও অনেক ফিচার জানতে পেরেছি আমরা। জেনে নিন, সেরকমই ৭টি বিষয়।
3/9

দেখতে বড়, ৫ আসনের গাড়ি হওয়া সত্ত্বেও দীর্ঘ হুইলবেস সংস্করণের কারণে প্রতিদ্বন্দ্বীদের থেকে বড় দেখায়। এর দৈর্ঘ্য ৪৬৩০এমএম। আগের Tucson-এর তুলনায় নতুন Hyundai ডিজাইনের ভাষা খুবই আক্রমণাত্মক।
4/9

গাড়ির সামনের দিকে বিশাল গ্রিল যার মধ্যে ডিআরএল দিয়েছে কোম্পানি। যা আলো না জ্বললে বুঝতেই পারবেন না ক্রেতা। কানেক্টিং এলইডি ল্যাম্প ও পাশের বিশাল ক্রিজের সাথে সাথে পিছনের ওয়াইপারের অভাব দেখতে পাবেন এখানে।
5/9

পুরো গাড়িতে পিছনে যথেষ্ট বড় আসন দেওয়া হয়েছে। ফলে ক্রেতাদের কাছে এই বিষয়টি অনেকটাই আকর্ষণীয় হয়ে ওঠে। এখানে ক্যাপ্টেন সিট লে-আউটের পরিবর্তে বেঞ্চ সিট রয়েছে। লেগরুম/হেডরুমের পরিপ্রেক্ষিতে গাড়ির জায়গা খুবই চিত্তাকর্ষক।
6/9

এর সেন্ট্রাল স্ক্রিনটি ১০.২৫ ইঞ্চির। যাতে একটি চকচকে কালো প্যানেলে রয়েছে, যেখানে নিচে টাচ বটন পাবেন আপনি। ভারতীয় সংস্করণে একটি প্রচলিত গিয়ার লিভার পাওয়া গেলে স্টোরেজের বিষয়টি ভালোভাবে দেখা হয়েছে। এর গ্লস ব্ল্যাক প্যানেলটি স্ক্র্যাচ প্রবণ।
7/9

সবথেকে বড় বিষয়ে এবার এতে পাবেন ADAS লেভেল ২ ফিচার। যা সাধারণ বৈশিষ্ট্যের বাইরে গিয়ে প্রচুর বৈশিষ্ট্য সহ Tucson কে আলাদা করে তোলে। যাত্রীরা এই বৈশিষ্ট্যের কারণে স্মার্টসেন্স নিরাপত্তা বাড়াতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও রাডার ব্যবহার করে। মোট ১৯টি ADAS বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে।
8/9

ইঞ্জিন বিকল্পগুলির পরিপ্রেক্ষিতে Tucson একটি 2.0l পেট্রল ইঞ্জিন পায়। যা 156ps/192 Nm তৈরি করে। যার একটি 6-স্পিড অটোভার্সন রয়েছে। এছাড়াও একটি ডিজেল অপশন পাবেন ইঞ্জিনে। যা একটি ৪ স্পিড অটো সহ 186ps/416Nm টর্ক দেয়।
9/9

সামগ্রিকভাবে, নতুন Tucson আকার, জায়গা, নকশা ও বৈশিষ্ট্যের দিক থেকে নজর কাড়বেই। ADAS ফাংশন ও কার্যকারিতা সহ এই গাড়ি অন্যদের থেকে নিজেকে আলাদা করে। ক্লাস স্ট্যান্ডার্ডের দিকে দেখলে Tucson সহজেই জনপ্রিয় বিকল্প হতে পারে।
Published at : 20 Jul 2022 03:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
লাইফস্টাইল-এর
Advertisement
ট্রেন্ডিং
