এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Gautam Adani:একনজরে হিন্ডেনবার্গ রিপোর্ট ও আদানি গোষ্ঠী
Business News:হিন্ডেনবার্গ রিপোর্ট ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই তোলপাড় চলছে তাবড় শিল্পজগতে। আদানি গোষ্ঠীর শেয়ারদরে রক্তক্ষরণ জারি এখনও। কিন্তু কী এই হিন্ডেনবার্গ রিপোর্ট?
একনজরে হিন্ডেনবার্গ রিপোর্ট ও আদানি গোষ্ঠী
1/8

হিন্ডেনবার্গ রিপোর্ট ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই তোলপাড় চলছে তাবড় শিল্পজগতে। আদানি গোষ্ঠীর শেয়ারদরে রক্তক্ষরণ জারি এখনও। কিন্তু কী এই হিন্ডেনবার্গ রিপোর্ট?
2/8

হিন্ডেনবার্গ আসলে একটি আর্থিক গবেষণা সংস্থা। আর তাদের রিপোর্টেই গৌতম আদানির বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ আনা হয়েছে।
3/8

ন্যাথান অ্যান্ডারসন নামে এক ব্যক্তি হিন্ডেনবার্গ সংস্থাটি তৈরি করেন। ইক্যুয়িটি, ক্রেডিটের মতো বিষয়গুলি নিয়ে গবেষণা করে এই সংস্থা।
4/8

সংস্থাটির রিপোর্টে, আদানি গোষ্ঠীর ৭টি লিস্টেড কোম্পানির 'ভ্যালুয়েশন' এবং বিপুল ঋণভার নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করা হয়।
5/8

এর পরই শুরু বিপর্যয়। ফোর্বস একসময়ে গৌতম আদানিকে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক বিতর্কের ধাক্কায় সেই শিরোপা হাতছড়া আদানি-গোষ্ঠীর কর্নধারের।
6/8

যদিও এই রিপোর্টকে ভিত্তিহীন বলে বিবৃতি জারি করেছে আদানি গোষ্ঠী।
7/8

তাদের বক্তব্য, ভিত্তিহীন দাবিদাওয়ার উপরই এই ধরনের অভিযোগ আনা হয়েছে।
8/8

গত ১ ফেব্রুয়ারি মুম্বইয়ে আদানি এন্টারপ্রাইজের শেয়ারদর ২৮.৪৫ শতাংশ পড়ে যায়। পরে এফপিও প্রত্যাহারের কথা ঘোষণা করেন গৌতম আদানি যার পর থেকে তোলপাড় চলছে ভারতের সংসদে। (ছবি:ANI)
Published at : 03 Feb 2023 03:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























