এক্সপ্লোর
Land Acquisition: আপনার কেনা জমিতে সরকার দখল নিতে পারে ? কী রয়েছে নিয়ম ?
Land Acquisition Rule in India: জমি অধিগ্রহণ নিয়ে ভারত সরকারের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে। কোনো নির্দিষ্ট জমি আপনার কেনা থাকলে সরকার চাইলেই সেই জমির দখল নিতে পারে না।
কী নিয়ম রয়েছে জমি অধিগ্রহণের ?
1/10

জমি অধিগ্রহণ নিয়ে ভারত সরকারের কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে। কোনো নির্দিষ্ট জমি আপনার কেনা থাকলে সরকার চাইলেই সেই জমির দখল নিতে পারে না।
2/10

কিছু কিছু বিশেষ ক্ষেত্র বাদ দিলে এক্ষেত্রে সরকারের জমি দখলের ক্ষেত্রেও আইনের কিছু বেড়াজাল আছে। কী কী নিয়ম জেনে নিন।
3/10

সাধারণত কোনো জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রেই সরকার এই ধরনের জমি অধিগ্রহণের কাজ করে থাকে। কোন জমি দখল করতে পারে সরকার ?
4/10

রেলওয়ের কাজ, বিমানবন্দর বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি জন্য সরকারকে নানা সময় জমি অধিগ্রহণ করতে হয়।
5/10

এই জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে ২০১৩ সালের জমি অধিগ্রহণ আইনের মাধ্যমে। এতে খেয়াল রাখতে হবে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়।
6/10

যে জমি অধিগ্রহণ করবে সরকার, জমির মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ বা জমির দাম হিসেবে আর্থিক সহায়তা দিতে হবে সরকারকে।
7/10

সেই সময় জমির দাম যা চলছে তা অনুযায়ী জমির মালিককে টাকা দেবে সরকার। আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে সমস্ত কাজ।
8/10

তবে এক্ষেত্রে আগে থেকে সরকার এই জমি অধিগ্রহণের ব্যাপারে ঘোষণা দিয়ে রাখবে জমির মালিককে। সরকারের তরফে বিজ্ঞপ্তিও জারি হবে।
9/10

এক্ষেত্রে আপনার বা জমির মালিকের কোনো আপত্তি থাকলে তা জানাতে পারেন তিনি। অভিযোগও জানাতে পারেন।
10/10

এই আপত্তি বা অভিযোগ থাকলে সেই মামলা আদালত পর্যন্ত গড়াতে পারে। অভিযোগকারীর কথা সত্য প্রমাণিত হলে এক্ষেত্রেও সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে।
Published at : 13 Nov 2024 05:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















