এক্সপ্লোর
Baleno 2022 vs Hyundai i20 : প্রিমিয়াম হ্যাচব্যাকে জোরদার লড়াই, দেখে নিন পারফরম্যান্স যুদ্ধে বাজিমাত করল কে ?
New Maruti Baleno vs Hyundai i20:
1/9

সম্প্রতি নতুন বালেনো বাজারে এনেছে মারুতি। একই সেগমেন্টে মারুতির প্রতিদ্ব্ন্দ্বী Hyundai i20। দুটি গাড়ির মধ্যেই পাবেন প্রযুক্তি ও ফিচারের সর্বাধিক সম্ভার। সেই কারণে প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে ধরা হয় দুই গাড়িকে। দেখে নিন, গাড়ির যুদ্ধে কে এগিয়ে-কে পিছিয়ে।
2/9

উভয় গাড়ি দেখতে প্রিমিয়াম ও আকারে বড়। i20 সেগমেন্টে সবথেকে বড় প্রিমিয়াম হ্যাচব্যাক যার দৈর্ঘ্য 3,995 এমএম ও ব্যালেনোর দৈর্ঘ্য 3,990 এমএম। i20 বালেনোর থেকে কিছুটা বেশি চওড়া। ডিজাইন অনুসারে, i20-তে শার্প কাট লাইন বেস দেখা যায়। যা এতে প্রিমিয়াম লুক এনে দেয়।
3/9

নতুন বালেনোতে পাবেন একেবারে অনন্য ডিজাইন। নতুন হেডলাইটের সঙ্গে পিছনের স্টাইলিংও বদলে গিয়েছে গাড়ির। তাই উভয় গাড়ি আপনার নজর কাড়বেই। তবে এটা পুরোপুরি আপনার পছন্দের ওপর নির্ভর করছে।
4/9

মারুতি বালেনো ইন্টেরিয়রকে ডিজাইন ও কোয়ালিটির দিক থেকে অনেক ওপরে নিয়ে গেছে। নীল/কালো ও সিলভার বিটের মিশ্রণ কেবিনের পরিবেশ পুরো বদলে দিয়েছে। এটি একটি নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেমের সঙ্গে একটি বড় 9-ইঞ্চি টাচস্ক্রিন দিচ্ছে।
5/9

এখানে নতুন i20-তে একটি সম্পূর্ণ কালো থিম দেওয়া হয়েছে। যা গাড়িতে স্পোর্টি লুক দিয়েছে। ডিজাইনের মধ্যে চওড়া এয়ার ভেন্ট রয়েছে এই গাড়িতে। ক্লিন ড্যাশবোর্ড দেখতে পাবেন Hyundai i20-তে। i20 ক্রেটার মতো স্টিয়ারিং হুইল, বড় 10.25-ইঞ্চি টাচস্ক্রিন দিয়ে থাকে।
6/9

নতুন Baleno 90bhp ক্ষমতাসম্পন্ন একটি নতুন 1.2l পেট্রোল ইঞ্জিনে চলে। একটি 5-স্পিড ম্যানুয়াল/AMT গিয়ারবক্স দেওয়া হয়েছে গাড়িতে। নতুন ইঞ্জিনটি পুরোনো 1.2-এর থেকে ভাল। যা শহর/হাইওয়ে ব্যবহারে জন্য দ্রুত মজার অভিজ্ঞতা দেবে আপনাকে। AMT দারুণ অভিজ্ঞতা দেবে Baleno-তে। এটি অন্যান্য AMT-এর মতো ধীরগতিতে শিফট হয় না। মারুতির এই এএমটিতে দ্রুত শিফটিংয়ের সুযোগ পাবেন।
7/9

গাঢ় নীল এই অন্দরসজ্জার রং দরজা ও আসনগুলিতেও ব্যবহার করা হয়েছে। এখানে আপনি সুইফটের মতো নতুন স্টিয়ারিং হুইল দেখতে পাবেন। এছাড়াও রয়েছে স্মার্টপ্লে প্রো+ ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ একটি নতুন 9 ইঞ্চি টাচস্কিরন ডিসপ্লে।
8/9

বাইরের চেয়ে এই গাড়ির অন্দরসজ্জায় বেশি পরিবর্তন করা হয়েছে। নতুন গাড়ির কেবিনে নীল-কালো রঙের একটি চমৎকার ডুয়েল-টোন থিম রয়েছে। যার ড্যাশবোর্ডটি সিলভার অ্যাকসেন্টের একটি স্তর সহ গাঢ় নীলে আচ্ছাদিত।
9/9

এই হোম স্ক্রিন চাইলে কাস্টমাইজ করতে পারবেন আপনি। সেন্টার কনসোল ছাড়াও এয়ার ভেন্ট ডিজাইন থেকে ক্লাইমেট কন্ট্রোল সুইচ সবই নতুন মানের একটা সুন্দর অনুভূতি দেবে ২০২২-র বালেনোতে।
Published at : 13 Apr 2022 05:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
