এক্সপ্লোর
Baleno 2022 vs Hyundai i20 : প্রিমিয়াম হ্যাচব্যাকে জোরদার লড়াই, দেখে নিন পারফরম্যান্স যুদ্ধে বাজিমাত করল কে ?
New Maruti Baleno vs Hyundai i20:
1/9

সম্প্রতি নতুন বালেনো বাজারে এনেছে মারুতি। একই সেগমেন্টে মারুতির প্রতিদ্ব্ন্দ্বী Hyundai i20। দুটি গাড়ির মধ্যেই পাবেন প্রযুক্তি ও ফিচারের সর্বাধিক সম্ভার। সেই কারণে প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে ধরা হয় দুই গাড়িকে। দেখে নিন, গাড়ির যুদ্ধে কে এগিয়ে-কে পিছিয়ে।
2/9

উভয় গাড়ি দেখতে প্রিমিয়াম ও আকারে বড়। i20 সেগমেন্টে সবথেকে বড় প্রিমিয়াম হ্যাচব্যাক যার দৈর্ঘ্য 3,995 এমএম ও ব্যালেনোর দৈর্ঘ্য 3,990 এমএম। i20 বালেনোর থেকে কিছুটা বেশি চওড়া। ডিজাইন অনুসারে, i20-তে শার্প কাট লাইন বেস দেখা যায়। যা এতে প্রিমিয়াম লুক এনে দেয়।
Published at : 13 Apr 2022 05:14 PM (IST)
আরও দেখুন






















