এক্সপ্লোর
EPFO Alert : এক ভুলে উধাও হবে সারা জীবনের সঞ্চিত অর্থ ! কীভাবে সুরক্ষিত রাখবেন PF অ্যাকাউন্ট ?
Bank_Fraud
1/7

EPFO Alert! এবার EPFO-র টাকা হাতাতে ফাঁদ পেতেছে প্রতারকরা। নিত্যদিন চলছে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারদের কল। আপনার এক ভুলে উধাও হবে সারা জীবনের সঞ্চিত অর্থ। তাই আগেভাবেই ফান্ডের সুরক্ষায় EPFO সদস্যদের সতর্ক করল সংগঠন।
2/7

EPFO Update: সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তার গ্রাহকদের অনলাইন জালিয়াতির সম্ভাব্য হুমকি সম্পর্কে একটি সতর্কবার্তা জারি করেছে। ট্যুইটারে তার অফিশিয়াল হ্যান্ডেল থেকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে EPFO। যেখানে তার সদস্যদের গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছে সংগঠন।
Published at : 22 Feb 2022 03:47 AM (IST)
আরও দেখুন






















