এক্সপ্লোর
Reliance Power Share: ১০ মাসে টাকা দ্বিগুণ করেছে এই শেয়ার, এখন ৩০ শতাংশ পতনে- কী করলে লাভ ?
Multibagger Share Price: এই বছর জানুয়ারি মাসে স্টকের দাম ছিল ২৩ টাকার কাছাকাছি, অক্টোবর মাসে এই স্টকের দাম হয়ে যায় ৫৩ টাকা। ১০ মাসের মধ্যে এই স্টকে বিনিয়োগ হয়ে গিয়েছে দ্বিগুণ।
এই মাল্টিব্যাগার শেয়ারে টানা পতন চলছে, হোল্ড করবেন না বেচে দেবেন ?
1/10

অনিল অম্বানির সংস্থা রিলায়েন্স পাওয়ারের স্টকের দাম বেশ কয়েকদিন ধরেই পতনের সম্মুখীন হচ্ছে। বাজারে সামগ্রিক পতন এসেছে বিগত ৫টি ট্রেডিং সেশনে।
2/10

জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই সংস্থা দারুণ মুনাফা করেছে। কিন্তু তারপরেও সর্বোচ্চ স্তর থেকে ১৮ শতাংশ পড়ে গিয়েছে এই স্টকের দাম।
Published at : 17 Nov 2024 02:04 PM (IST)
আরও দেখুন






















