By : ABP Ananda | Updated at : 30 May 2023 03:29 PM (IST)
ATM Card
1/10
এটিএম কার্ড হারিয়ে বা চুরি গেলে চিন্তার কিছু নেই। সহজেই ব্লক করতে পারবেন কয়েক সেকেন্ডে। সেই ক্ষেত্রে আপনার এটিএম কার্ড নিয়ে জালিয়াতি করতে পারবে না অন্য কেউ।
2/10
সম্প্রতি কয়েক সেকেন্ডে কার্ড ব্লক করার সেই উপায় জানিয়েছে স্টেট ব্যাঙ্ক (SBI)। গ্রাহকদের স্বার্থে ট্যুইট করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
3/10
প্রায়শই গ্রাহক স্বার্থে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সময়ে সময়ে গ্রাহকদের সতর্ক করে। টুইটারের মাধ্যমে এসবিআই ব্যাঙ্কের গ্রাহকরা কীভাবে প্রতারণা এড়ানো সহ বিভিন্ন ব্যাঙ্কিং সুবিধার বিষয়ে তথ্য দেয়।
4/10
সম্প্রতি এসবিআই একটি টুইটের মাধ্যমে ব্যাঙ্ক গ্রাহকদের জানিয়েছে, তারা যদি তাদের হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া এটিএম বা ডেবিট কার্ড ব্লক করতে চান, তবে তারা কীভাবে তা করতে পারেন।
5/10
SBI-এর মতে, এই কাজটি খুবই সহজ ও গ্রাহকদের এর জন্য ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। গ্রাহকদের শুধুমাত্র একটি কল করতে হবে ও কয়েকটি নম্বর দেওয়ার পরে তাদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া এটিএম/ডেবিট কার্ড অবিলম্বে ব্লক হয়ে যাবে। SBI এর জন্য ধাপে ধাপে পদ্ধতিও ব্যাখ্যা করেছে। জেনে নিন কীভাবে ব্লক করবেন কার্ড।
6/10
১ SBI গ্রাহকদের শুধুমাত্র SBI পরিষেবা কেন্দ্রে কল করতে হবে, যার নম্বর হল 1800 1234 বা 1800 2100৷ ২ কার্ডটি ব্লক করতে আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 1800 1234 বা 1800 2100 নম্বরে কল করতে হবে।
7/10
৩ এই নম্বরে কল করার পরে আপনার ডেবিট বা এটিএম কার্ড ব্লক করতে 0 টিপুন। UPI বা ইন্টারনেট ব্যাঙ্কিং বন্ধ করতে আপনাকে 0 প্রেস করতে হবে। ৪ এর পরে আপনি কার্ডটি ব্লক করতে 1 চাপুন।
8/10
৫ যদি আপনাকে আপনার কার্ড নম্বর বা অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়, তাহলে এর মধ্যে শেষ 4টি নম্বর লিখুন।
9/10
৬ এর পর আবার 1 নম্বর চাপুন। তাহলেই আসল কাজ হয়ে যাবে।
10/10
৭ এই পদক্ষেপগুলি করার পরে, আপনার কার্ড ব্লক করা হবে এবং আপনি ব্যাঙ্ক থেকে একটি কার্ড ব্লক এসএমএস পাবেন। এই বার্তাটি শুধুমাত্র আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে।