এক্সপ্লোর
Tata Technologies IPO: টাটার এই আইপিও দিতে পারে দারুণ লাভ, জেনে নিন এই বিষয়গুলি
Tata Technologies IPO
1/9

IPO: সুনাম ধরে রাখল টাটা গ্রুপ Tata Group । বুধবার টাটা টেকনোলজিসের আইপিও(Tata Technologies IPO) খুলতে হামলে পড়ে বিনিয়োগকারীরা (Investment)। মাত্র ৪০ মিনিটের মধ্য়েই বিক্রি হয়ে যায় বিপুল অঙ্কের শেয়ার(Share Market)।
2/9

আজ শেয়ার বাজারে টাটা টেকনোলজিসের আইপিও খুলতেই তা দ্রুত গতিতে সাবস্ক্রাইব হতে শুরু করে। সকালের সেশনেই ৩০৪২.৫ কোটি টাকার মূলধন তোলা শুরু করে দেয় কোম্পানি। প্রায় সাড়ে চার কোটির শেয়ার অফার ফর সেলে আজ বিক্রির জন্য খুলে দেওয়া হয়। যা প্রায় ৪০ মিনিটের মধ্যে সাবস্ক্রাইব হয়ে যায়।
Published at : 22 Nov 2023 08:06 PM (IST)
আরও দেখুন






















