এক্সপ্লোর
Electric Scooters Photos: ১০০ কিলোমিটার চলে এক চার্জে ! দেখে নিন সেরা ৫টি ইলেকট্রিক স্কুটারের ছবি
electric_scooter: জেনে নিন এই ইলেকট্রিক স্কুটারগুলির দমদার পারফরম্যান্স।
1/6

Electric Scooters Photos: গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, দেশে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়ছে। এরকম পরিস্থিতিতে, আপনি যদি পেট্রলের পরিবর্তে ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবেন, তবে দেখতে পারেন এই পাঁচটি স্কুটারের তালিকা। যেগুলি পেট্রল স্কুটারের দামে কিনতে পারবেন। এতে পেট্রলের খরচ লাগবে না, হাঁফ ছেড়ে বাঁচবেন আপনি।
2/6

Ola S1 এর দাম 85099 টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়েছে। এতে 3.97 KWh এর ব্যাটারি দিয়েছে কোম্পানি। Ola S1 এর ড্রাইভিং রেঞ্জ 181 কিমি/চার্জ। এর সর্বোচ্চ গতি 115 কিমি প্রতি ঘণ্টা। এই স্কুটার 5 সেকেন্ডে 0 থেকে 60 কিমি প্রতি ঘণ্টায় গতি তুলতে সক্ষম।এতে রয়েছে 8500 ওয়াট মিড ড্রাইভ আইপিএম মোটর।
Published at : 25 Nov 2021 07:08 PM (IST)
আরও দেখুন






















