এক্সপ্লোর
NPS স্কিমে অটো ও অ্যাক্টিভ মোডে কী পার্থক্য, কোনটি কার জন্য লাভদায়ক ?
Senior Citizen
1/11

ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) আপনাকে অবসর গ্রহণের পরে আর্থিক নিরাপত্তা দেয়। সরকারি এই পেনশন স্কিমে টাকা রেখে আপনি নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন। ২০০৪ সালের জানুয়ারিতে সরকারি কর্মচারীদের জন্য NPS শুরু করা হয়।
2/11

যদিও পরবর্তীকলে ২০০৯-তে এই স্কিম সবার জন্য খুলে দেওয়া হয়। NPS দীর্ঘমেয়াদে একটি বড় তহবিল তৈরি করতে ও অবসর গ্রহণের পরে পেনশনের ব্যবস্থা করতে খুব কার্যকরী। সেই কারণে এনপিএস-এ বিনিয়োগ ক্রমাগত বাড়ছে।
Published at : 05 Apr 2023 09:49 PM (IST)
আরও দেখুন






















