এক্সপ্লোর
Abhishek Banerjee: 'ঘরের লক্ষ্মীকে রাখতে পারে না, আবার লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা ', বিস্ফোরক অভিষেক
Abhishek Attacks BJP: জাতীয় দলের তকমা গিয়েছে তৃণমূলের। ঠিক এমনই এক পরিস্থিতিতে বাঁকুড়ার ওন্দার সভায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বেনজির আক্রমণ অভিষেকের, কী বললেন তিনি ?
'ঘরের লক্ষ্মীকে রাখতে পারে না, আবার লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা ', বিস্ফোরক অভিষেক
1/10

এদিন অভিষেক বলেন, 'আমাদের চোখে কারও দুর্নীতি ধরা পড়লে ঘাড়ধাক্কা দিয়ে দল থেকে বের করেছি। আর বিজেপি যাঁরা দুর্নীতি করে তাঁদের মাথায় করে রাখে।'
2/10

এরপরেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে বেনজির আক্রমণ অভিষেকের। তিনি বলেন, 'যে ঘরের লক্ষ্মীকে রাখতে পারে না, সে আবার লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করছেন।'
Published at : 12 Apr 2023 07:19 PM (IST)
আরও দেখুন






















