এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Sovan Chatterjee's Birthday: 'হ্যাপি বার্থ ডে লাইফলাইন,' কেক খাইয়ে শোভনের ৫৯তম জন্মদিন পালন বৈশাখীর
শোভনের জন্মদিন পালন
1/10

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পায়ে পায়ে ৫৮টা বছর কাটিয়ে ফেললেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এবার বৈশাখী আর তাঁর কন্যা মহুলকে নিয়ে পালন করলেন নিজের ৫৯তম জন্মদিনও।
2/10

রাজনৈতিক ময়দান থেকে সোশাল মিডিয়া। কোনও না কোনও কারণে বরাবরই চর্চায় থেকেছেন এই যুগল। নিজেদের যাপনের বিভিন্ন মুহূর্তে সোশাল মিডিয়াতে প্রায়শই শেয়ার করেন বৈশাখী।
3/10

কখনও কাশ্মীর ভ্রমণের ছবি। কখনও জামাইষষ্ঠী পালন। কখনও আবার মেয়ে মহুলের রথযাত্রার পালনের ছবি। এবার শোভনের জন্মদিনের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেন বৈশাখী। ক্যাপশনে লিখলেন 'হ্যাপি বার্থ ডে লাইফলাইন'।
4/10

বৈশাখী আর তাঁর মেয়ের পরনে ছিল সমুদ্ররঙা নীল পোশাক। শোভন সেজেছিলেন সাদা পাঞ্জাবীতে। বাড়ির ড্রইংরুমেই পালন হল শোভনের জন্মদিন। শোভন চকোলেট উপহার দিল ছোট্ট মহুল।
5/10

কিছুদিন আগেই মনোজিৎ মণ্ডলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আইনিঝক্কি শেষ করে বেরিয়ে এসেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাঁদের মিউচুয়াল ডিভোর্সের পক্ষে রায় দেয় আলিপুর আদালত।
6/10

মামলার শুনানির শেষ দিনে তাঁদের বক্তব্য শুনে বিচারক মিউচুয়াল ডিভোর্স বা আপস বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছেন বলে জানান দু-জন।
7/10

কিছুদিন আগেই কন্যা রিলিনা কে নিয়ে প্রায় এক পক্ষকাল কাশ্মীরে কাটিয়ে এসেছেন বৈশাখী বন্দোপাধ্যায়। সঙ্গী সেই শোভন। নেটিজেনদের সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন সেই সফরের মুহূর্তও।
8/10

গুলমার্গের নৈসর্গিক আবহ থেকে শ্রীনগরের টিউলিপ গার্ডেন। ১৫ দিন ছুটি কাটালেন কলকাতার প্রাক্তন মেয়র এবং তাঁর বান্ধবী।
9/10

একদম গোড়া থেকে তৃণমূলের কর্মী ছিলেন শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আদরের 'কানন' রাজনীতির ময়দান থেকে কাউন্সিলর, তারপরে মেয়র-মন্ত্রী। তৃণমূল ক্ষমতায় আসার পর একসঙ্গে মেয়র ও মন্ত্রী ছিলেন শোভন। পরে বিভিন্ন কারণে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে। একে একের মেয়র-মন্ত্রীত্ব সব ছেড়ে দেন শোভন।
10/10

তবে দীর্ঘ দিন নিভৃতে থাকার পর সম্প্রতি নবান্নে হাজির হন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাতে তাঁদের তৃণমূলে প্রত্যাবর্তন ঘিরে জল্পনা তুঙ্গে পৌঁছয়। (ছবি সৌজন্যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়)
Published at : 07 Jul 2022 11:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























