এক্সপ্লোর
Belur Math: বেলুড় মঠে অষ্টমীতে ষোড়শপচারে দেবী বন্দনা, ছবিতে দেখুন সেই মুহূর্ত
Belur Math, Durga Puja: প্রথমে দেবীকে দর্পণকে স্নান করিয়ে তাঁর অঙ্গাভিষেক করা হয়
বেলুড় মঠে সকাল থেকেই শুরু হয়ে গেছে অষ্টমী পুজোর প্রস্তুতি
1/8

আজ অষ্টমী। সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি। বেলুড় মঠে শুরু হয়েছে অষ্টমীর পুজো।
2/8

প্রথমে দেবীকে দর্পণকে স্নান করিয়ে তাঁর অঙ্গাভিষেক করা হয়। এরপর দেবীকে নিবেদন করা হয় ফুল-ফল।
3/8

মন্ত্র শেষে কর্পূর আরতি করে তাকে অভিমন্ত্রে আহ্বান করা হয় এই পুজো গ্রহণের জন্য। মন্ত্রে বলা হয়- “ওঁ চণ্ডিকে দেবি ইহাগচ্ছাগচ্ছ ইহ তিষ্ঠ তিষ্ঠ ইহ সন্নিধেহি, ইহ সন্নিরুধ্যস্ব অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ।”
4/8

দেবীর আহ্বানের পর তাঁকে মন্ত্রের মাধ্যমে আত্ম নিবেদন পর্বও চলে। নমঃ দক্ষযজ্ঞ বিনাশিনৈ/ মহাঘোরায়ৈ/ যোগিনীকোটি পরিবৃতায়ৈ/ ভদ্রকালৈ নমোহস্তুতে- অষ্টমীর এই মন্ত্রে দেবীকে প্রণাম।
5/8

কেবল মাত্র দুর্গা নয়। দেবীর চণ্ডী, উগ্রচণ্ডা, চামুণ্ডা, চণ্ডগ্রা-সহ একাধিক রূপকেও মন্ত্রের মাধ্যমে প্রণাম জানান হয়।
6/8

দেবীকে পুজো নিবেদনের পর মর্ত্যে আসা তাঁর পরিবারকেও পুজো নিবেদন করা হয়। দেবাদিদেব মহাদেবকেও স্নানাভিষেক করিয়ে তাঁকে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
7/8

এদিন ভোর থেকেই বেলুড় মঠে মহাষ্টমীর ব্যস্ততা লক্ষ্য করা যায়। পুজো যথাযথ আয়োজন করে আসনে উপবিষ্ট হয়ে শুরু হয় মহাষ্টমীর পুজো।
8/8

মন্ত্র পাঠ- ক্রিয়া কাজ-শঙ্খধ্বনি-ঢাকের বোলে অষ্টমীতে বেলুড় মঠে এক ভিন্ন আমেজ। দূর দূর এই পুজো উপলক্ষে এসেছেন ভক্তেরাও।
Published at : 22 Oct 2023 08:11 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























