এক্সপ্লোর
Joydev Kenduli Mela 2023 : 'কবির জন্য অজয় নদে গঙ্গা প্রবাহিত হয়ে আসে' জয়দেব-কেঁদুলি মেলা ঘিরে কী কী বিশ্বাস?
Joydev Kenduli Mela Story : শোনা যায়, কবি জয়দেব মকর সংক্রান্তিতে গঙ্গাস্নান করতে পারেননি৷ তারপর ...

Joydev Kenduli Mela 2023 : 'কবির জন্য অজয় নদে গঙ্গা প্রবাহিত হয়ে আসে' জয়দেব-কেঁদুলি মেলা ঘিরে কী কী বিশ্বাস?
1/10

আখড়ায় বাউলের সুর, অজয় নদে পুণ্যস্নান। মকর সংক্রান্তিতে শুরু হল বীরভূমের জয়দেব-কেঁদুলি মেলা। চারদিন ধরে চলবে মেলা।
2/10

বীরভূমের ইলামবাজারের কেঁদুলি গ্রাম। অনেকে বলেন, ‘গীতগোবিন্দ’র রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতকে এই গ্রামে জন্মগ্রহণ করেন।
3/10

শোনা যায়, কবি জয়দেব মকর সংক্রান্তিতে গঙ্গাস্নান করতে পারেননি৷ কবির জন্য অজয় নদে গঙ্গা প্রবাহিত হয়ে আসে এবং সেখানে তিনি স্নান করেন৷
4/10

সেই উপলক্ষে মকর সংক্রান্তিতে ইলামবাজারের কেঁদুলিতে অজয় নদের তীরে আয়োজন করা হয় জয়দেব-কেঁদুলি মেলা।
5/10

মানুষের বিশ্বাস, জয়দেব আজও মকর সংক্রান্তির দিন কদমখণ্ডির ঘাটে স্নান করেন। সেই বিশ্বাসে লক্ষাধিক মানুষও পুণ্যলাভের আশায় অজয় নদে স্নান সারেন।
6/10

করোনার কারণে ২ বছর বন্ধ ছিল কেন্দুলির মেলা। এ বছর বিধিনিষেধ না থাকায় দেশ-বিদেশ থেকে এসেছেন বহু পর্যটক ও পুণ্যার্থী।
7/10

মেলা চলবে চারদিন ধরে। বোলপুর স্টেশন থেকে মেলায় যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। স্নানের জন্য প্রশাসনের তরফে অজয়ের বুকে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি ঘাট।
8/10

জয়দেব কেঁদুলি মেলা বিখ্যাত বাউল, ফকিরদের জন্য। সাধারণ মানুষের সঙ্গে মেলায় এসেছেন বহু সন্ন্যাসী, বাউল। জমে উঠেছে আখাড়া।
9/10

বীরভূমের জয়দেব-কেঁদুলি মেলা। প্রাচীনত্ব ও জনপ্রিয়তার নিরিখে দেশের মধ্যে অন্যতম।
10/10

একদিকে, মকরসংক্রান্তির পুণ্যস্নান সাগরসঙ্গমে। অন্যদিকে, বীরভূমের জয়দেব-কেঁদুলিতে অজয় নদে স্নান পুণ্যার্থীদের৷
Published at : 16 Jan 2023 09:03 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
