এক্সপ্লোর
Abhishek Banerjee:রবীন্দ্রজয়ন্তীতে মুরারইয়ে জনসভা, শাহ-কে নানা ইস্যুতে তোপ অভিষেকের
Murarai Meeting Of Birbhum:রবীন্দ্রজয়ন্তীতে বীরভূমের মুরারইয়ের জনসভা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'রাষ্ট্রগান' বিতর্ক থেকে গরুপাচার মামলা, নানা বিষয়ে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

রবীন্দ্রজয়ন্তীতে মুরারইয়ে জনসভা, শাহ-কে নানা ইস্যুতে তোপ অভিষেকের
1/8

রবীন্দ্রজয়ন্তীতে বীরভূমের মুরারইয়ের জনসভা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'রাষ্ট্রগান' বিতর্ক থেকে গরুপাচার মামলা, নানা বিষয়েই বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
2/8

'বাবুরা গরু চোর (Cattle Smuggling) ধরতে বেরিয়েছে। ইডি বলছে, গরু পাচারে প্রত্যক্ষ মদত রয়েছে বিএসএফের (BSF)। বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের অধীনে। তা হলে অমিত শাহকে (Amit Shah) কি ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে?' প্রশ্ন তোলেন অভিষেক।
3/8

এই মুহূর্তে গরুপাচার মামলায় তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। বন্দি কেষ্ট-কন্যা সুকন্যাও। সেই প্রসঙ্গ তোলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
4/8

বলেন, 'সুকন্যা মণ্ডলের সম্পত্তি ১৫০ গুণ বেড়েছে বলে গ্রেফতার করেছে। অমিত শাহর ছেলের ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে। কেন তাঁকে গ্রেফতার করা হবে না?'
5/8

বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, 'সীমান্তে বিএসএফ থাকা সত্ত্বেও কী করে গরুপাচার হয়?'
6/8

বিএসএফ গরুপাচারের টাকা অমিত শাহ নাকি তাঁর ছেলেকে পাঠিয়েছে?', আরও প্রশ্ন অভিষেকের।
7/8

পরে কটাক্ষ করেন অমিত শাহের 'রাষ্ট্রগান' মন্তব্য নিয়েও। বলেন, 'জাতীয় সঙ্গীত আর রাষ্ট্রীয় গান আলাদা। ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর রাষ্ট্রীয় গান বন্দেমাতরমের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী এই দুইয়ের পার্থক্য জানেন না।'
8/8

পাল্টা দিতে ছাড়েনি বিজেপিও। তবে মঙ্গলবার কেষ্টহীন বীরভূমে দাঁড়িয়ে যে ভাবে গরুপাচার মামলা নিয়ে সুর চড়ান অভিষেক, তাতে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
Published at : 09 May 2023 07:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
