এক্সপ্লোর
Buddhadeb Bhattacharjee Demise: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা, কে কী বললেন
Buddhadeb Bhattacharya:

ফাইল ছবি
1/10

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শোকস্তব্ধ বাংলা। ৮ অগস্ট বৃহস্পতিবার সকালে পাম অ্যাভিনিউয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধবাবু।
2/10

প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেও গিয়েছেন তিনি। আজ পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গ্যান স্যালুট দিয়ে আগামীকাল শেষবিদায় জানানো হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে।
3/10

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে এক্স মাধ্যমে পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।
4/10

বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এক্স মাধ্যমে তিনি লিখেছেন বুদ্ধবাবুর প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তিও কামনা করেছেন শুভেন্দু অধিকারী।
5/10

প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুদ্ধবাবুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
6/10

শোকপ্রকাশ করেছেন কুণাল ঘোষও। এক্স মাধ্যমে পুরনো দিনের একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন সাংবাদিক হিসেবে স্নেহ, সহযোগিতা পেয়েছেন।
7/10

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত গঙ্গোপাধ্যায়ও এক্স মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
8/10

বৃহস্পতিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের খবর পেয়ে পাম অ্যাভিনিউয়ের বাড়ির চত্বরে পৌঁছে গিয়েছিলেন অনেকেই। বামফ্রন্টের নেতাদের পাশাপাশি হাজির হয়েছিলেন বহু সিপিএম কর্মী-সমর্থক। এসেছেন রাজ্যের মন্ত্রীরাও। হাজির হয়েছিলেন বিনোদন জগতেরও অনেকেই।
9/10

আপাতত পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবে বুদ্ধবাবুর দেহ। আগামীকাল সেখান থেকে নিয়ে যাওয়া হবে বিধানসভায়। আর তারপরে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে।
10/10

মরণোত্তর চক্ষুদান করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। এদিক বুদ্ধবাবুর বাড়ি গিয়েছিলেন আর এক প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা উষসী চক্রবর্তী। শোকাহত তিনিও। উপস্থিত ছিলেন বুদ্ধবাবুর রাজনীতির সতীর্থ মহম্মদ সেলিম, বিমান বসু এবং আরও অনেকেই।
Published at : 08 Aug 2024 01:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
