এক্সপ্লোর
Covid 19 : মহারাষ্ট্রে কোভিডে বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যা, কোন কোন লক্ষণ নিয়ে হানা দিচ্ছে করোনা?
যদিও পূর্ববর্তী তরঙ্গগুলির মতো এখনও বড় ধাক্কা নয়। তবুও বিভিন্ন রাজ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় ভয়ে মানুষ।
মহারাষ্ট্রে কোভিডে বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যা
1/7

ফের করোনার আতঙ্ক!সিঙ্গাপুর ও হংকংয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। ভারতেও ছবিটা উদ্বেগজনক। একের পর এক রাজ্যে বাড়ছে আতঙ্ক।
2/7

যদিও পূর্ববর্তী তরঙ্গগুলির মতো এখনও বড় ধাক্কা নয়। তবুও বিভিন্ন রাজ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় ভয়ে মানুষ। সামগ্রিকভাবে আক্রান্তের সংখ্যা কম রয়েছে। কিন্তু মুম্বই, চেন্নাই এবং আহমেদাবাদের মতো শহরে কোভিড দেখা দেওয়ায়, সংক্রমণের আশঙ্কা বাড়ছে।
3/7

সর্বশেষ পাওয়া পরিসংখ্যান বলছে , শুধু মে মাসেই মুম্বইতে ৯৫টি নতুন কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া গেছে। যা ভয় ধরাচ্ছে। কারণ মুম্বইয়ের মতো শহরে প্রতিদিন বহু মানুষ বাইরে থেকে কাজের সূত্রে আসেন অথবা এখান থেকে অন্য শহরে যান।
4/7

সূত্রের খবর, মুম্বইতে কমপক্ষে ১৬ জন করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। এদের বেশিরভাগকেই সম্ভাব্য সংক্রমণ রোধে কেইএম হাসপাতাল থেকে সেভেন হিলস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর ।
5/7

অনেকেই মনে করছেন, এই নতুন কোভিড ১৯ এর উপসর্গ গুলি কী কী। জানা যাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা-জাতীয় অসুস্থতা (ILI) বা তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ (SARI) দেখা গেলেই রোগীর কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।
6/7

মুম্বইতে কোভিড কেস বাড়তে থাকায় সতর্ক পুণে। ইতিমধ্যেই সেখানে , পৌরসভার আধিকারিকরা নাইডু হাসপাতালে ৫০টি শয্যা র ব্যবস্থা করে রেখেছেন। যদিও সরকারি হাসপাতালে এখনও কোনও সক্রিয় কোভিড-১৯ রোগী নেই।
7/7

জানা যাচ্ছে, তামিলনাড়ুতেও সম্প্রতি সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। পুদুচেরিতে ১২টি নতুন করোনা কেস ধরা পড়েছে। চেন্নাইতে, ডাক্তাররা বলছেন, যাঁদের প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ইনফ্লুয়েঞ্জার কারণে জ্বরে হয়েছে, তাদের অনেককে পরীক্ষা করালে কোভিড-১৯ ধরা পড়ছে।
Published at : 23 May 2025 03:15 PM (IST)
View More
Advertisement
Advertisement






















