এক্সপ্লোর
Sayan Banerjee Wedding: কোন মন্ত্রে বাঁধা পড়লেন দুই কমরেড? আলাপ-প্রেম-বিয়ের গল্পে বাম আইনজীবী সায়ন, রইল বিয়ের অ্যালবাম
Sayan Banerjee Wedding Pics : সায়নের কথায় 'বাঙাল আর ঘটির মিষ্টি ঝগড়ার মাঝেই বাড়ুক ভালোবাসার পারদ।। ভবিষ্যতে চেতন ভগতের টু স্টেসস এর গল্পের শরিক হতে চাই না '
কোন মন্ত্রে বাঁধা পড়লেন দুই কমরেড? আলাপ-প্রেম-বিয়ের গল্পে বাম আইনজীবী সায়ন
1/8

সায়ন বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের তরুণ কিন্তু দুঁদে আইনজীবী। তিনি সুবক্তা। তাঁর জনপ্রিয়তা বাম আন্দোলনগুলিতে সামনের সারিতে থেকে। সাম্প্রতিক কালে বিভিন্ন ইস্যুতে দুর্নীতির বিরুদ্ধে সরব হতে দেখা গেছে সায়নকে। বাম ব্রিগেডের সেই তরুণ নেতা এবার পড়লেন বাঁধা, সাতপাকে। ABP Live এর সঙ্গে শেয়ার করলেন বিয়ের গল্প।
2/8

আইনজীবী সায়নের সঙ্গে থাকার অঙ্গীকার নিলেন কোচবিহারের কন্যা তমাশ্রী দেবনাথ। তিনি কলকাতায় আইটি কোম্পানিতে কর্মরতা হলেও বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনে। কখনও সশরীরে পাশে থেকেছেন চাকরির দাবিতে আন্দোলনরত মানুষদের। সেই সূত্রেই সায়নের সঙ্গে মনের মিল।
Published at : 02 Feb 2024 12:46 PM (IST)
আরও দেখুন






















