এক্সপ্লোর
Cyclone Asani : অশনি সংকেতে সিঁদুরে মেঘ দেখছে ইয়াসে পর্যুদস্ত হওয়া জেলাগুলি, কীভাবে সতর্ক প্রশাসন
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/039ea625ddbadb0510dec7b7b47d7277_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অশনি সংকেতে সিঁদুরে মেঘ দেখছে ইয়াসে পর্যুদস্ত হওয়া জেলাগুলি
1/10
![দুর্যোগের আশঙ্কায় সতর্কতামূলক প্রচার চলছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে। সতর্ক করা হচ্ছে পর্যটক, মৎস্যজীবীদের। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ঘুম উড়েছে এলাকাবাসীর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/55d6989a7423fd5fd7b01fd89bb3cceb91f89.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুর্যোগের আশঙ্কায় সতর্কতামূলক প্রচার চলছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে। সতর্ক করা হচ্ছে পর্যটক, মৎস্যজীবীদের। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ঘুম উড়েছে এলাকাবাসীর।
2/10
![প্রতিবার ঘূর্ণিঝড় এলেই বিপদের শঙ্কা থাকে দক্ষিণ ২৪ পরগনায়। ব্যতিক্রম নেই এবারও। ঝুঁকি রয়েছে নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, বকখালি, গোসাবা, কুলতলি-সহ জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/84c3f7a05ba9b492e74be40ade693561d8ed5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতিবার ঘূর্ণিঝড় এলেই বিপদের শঙ্কা থাকে দক্ষিণ ২৪ পরগনায়। ব্যতিক্রম নেই এবারও। ঝুঁকি রয়েছে নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, বকখালি, গোসাবা, কুলতলি-সহ জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে।
3/10
![ঠিক এক বছর আগে ঘূর্ণিঝড় ইয়াসের রুদ্ররূপ দেখেছিল পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ সমুদ্র উপকূলের বাসিন্দারা । ইয়াসের তাণ্ডবে সেদিন লন্ডভন্ড হয়ে গিয়েছিল দিঘা, কাঁথি, মন্দারমণি, তাজপুর-সহ একের পর এক সাজানো-গোছানো এলাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/84b0a29e56ae8da453865a44f7306a31f52e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঠিক এক বছর আগে ঘূর্ণিঝড় ইয়াসের রুদ্ররূপ দেখেছিল পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ সমুদ্র উপকূলের বাসিন্দারা । ইয়াসের তাণ্ডবে সেদিন লন্ডভন্ড হয়ে গিয়েছিল দিঘা, কাঁথি, মন্দারমণি, তাজপুর-সহ একের পর এক সাজানো-গোছানো এলাকা।
4/10
![সিঁদুরে মেঘ দেখছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের সমুদ্র তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/9a61093dffb4d584a578efb6f125f8a32b4fa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিঁদুরে মেঘ দেখছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের সমুদ্র তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা।
5/10
![দুর্যোগ মোকাবিলায় সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/a8171f55ddc2a5f496b4dc133e9aba1c7bf89.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুর্যোগ মোকাবিলায় সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
6/10
![মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। অন্যদিকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বদল হল মুখ্যমন্ত্রীর জেলা সফর সূচিতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/61743fcd510805a51effd6803a33af4506e1e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। অন্যদিকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বদল হল মুখ্যমন্ত্রীর জেলা সফর সূচিতে।
7/10
![আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/2e4b67f5a9eb2a88a1ffdc1ebffd3d6024b12.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
8/10
![‘অশনি’ মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী ১০ থেকে ১২ মে পর্যন্ত সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। ২৪ ঘণ্টার জন্য খোলা থাকছে পুরসভার কন্ট্রোল রুম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/d9f9665a3aa2c94476ce03a7981580e5a890e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘অশনি’ মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী ১০ থেকে ১২ মে পর্যন্ত সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। ২৪ ঘণ্টার জন্য খোলা থাকছে পুরসভার কন্ট্রোল রুম।
9/10
![আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রেই গতিপথ পরিবর্তন করে ওড়িশা উপকূল বরাবর এগোবে ‘অশনি’। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/3a6114ccc84eb8a932bfe206caa84885339f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রেই গতিপথ পরিবর্তন করে ওড়িশা উপকূল বরাবর এগোবে ‘অশনি’। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
10/10
![ঘূর্ণিঝড় অশনির আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বকখালি-সহ বিভিন্ন এলাকায় স্পিড বোটে চড়ে ফ্রেজারগঞ্জ থানার তরফে চালানো হচ্ছে প্রচার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/38445ef819fe2af7ce8182b41e9df6bcca318.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘূর্ণিঝড় অশনির আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বকখালি-সহ বিভিন্ন এলাকায় স্পিড বোটে চড়ে ফ্রেজারগঞ্জ থানার তরফে চালানো হচ্ছে প্রচার।
Published at : 09 May 2022 08:41 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)