এক্সপ্লোর
DA Protest Day 2: DA ধর্নার আজ দ্বিতীয় দিন, নবান্ন বাসস্ট্যান্ডে অনড় আন্দোলনকারীরা
DA Protest Day 2 Nabanna: হাইকোর্টের নির্দেশে বিকেল ৪টে পর্যন্ত চলবে ধর্না। রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া ডিএ-বঞ্চনার অভিযোগে উঠছে স্লোগান।

DA ধর্নার আজ দ্বিতীয় দিন, নবান্ন বাসস্ট্যান্ডে অনড় আন্দোলনকারীরা
1/10

নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার আজ দ্বিতীয় দিন। ধর্নায় অনড় ডিএ আন্দোলনকারীর দল।
2/10

হাইকোর্টের নির্দেশে বিকেল ৪টে পর্যন্ত চলবে ধর্না।
3/10

রাজ্য সরকারের বিরুদ্ধে বকেয়া ডিএ-বঞ্চনার অভিযোগে উঠছে স্লোগান।
4/10

বৃহস্পতিবার আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেন মুখ্য়মন্ত্রী।
5/10

এর ফলে কেন্দ্র-রাজ্য় DA-র ফারাক দাঁড়িয়েছে ৩৬ শতাংশ। প্রতিবাদে নবান্ন বাসস্ট্যান্ডে গতকাল থেকে ধর্নায় বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ।
6/10

মূলত গতকল ভোর থেকেই আন্দোলনকারীরা নবান্নের সামনে অবস্থান কর্মসূচিতে নেমে নানা বাধার সম্মুখীন হন বলে অভিযোগ।
7/10

ধৈয্যের বাধ ভাঙে যখন, তাঁরা দেখতে পান, আশেপাশের সকল খাবারের দোকান বন্ধ।এবং নিকর্টবর্তী শৌচাগারগুলিও ব্যবহার করতে যাতে না পারা যায়, সেজন্য শৌচাগারগুলিকেও বন্ধ করে দেওয়া হয়েছে।
8/10

যদিও বেলা গড়াতেই গোটা পরিস্থিতি বদল হয়। কারণ ততক্ষণে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে বিকাল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি পেয়ে গিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
9/10

বৃহস্পতিবারই বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, নবান্ন বাসস্ট্য়ান্ডে DA আন্দোলনকারীরা অবস্থান করতে পারবেন। কিন্তু, ৩০০ জনের বেশি জমায়েত করা যাবে না।
10/10

DA-র দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে রাজ্য় সরকারি কর্মচারী সংগঠনগুলি।
Published at : 23 Dec 2023 02:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
