এক্সপ্লোর
Darjeeling Weather Update : মুষলধারে বৃষ্টি, পাহাড়ি পথে প্রতি পদে বিপদ, ধস নেমে মৃত্যু দার্জিলিংয়ে
শুক্রবার ধস নামে দার্জিলিংয়ের পাতাবুং তুকভার টি এস্টেট এলাকায়। ধসে চাপা পড়ে মৃত্যু টি-এস্টেটের এক বাসিন্দার।
ধস নেমে মৃত্যু দার্জিলিংয়ে
1/8

ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ। প্রবল বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধস নেমে বিপর্যস্ত পাহাড়। এবারের বর্ষায় এত প্রবল দুর্যোগ, দেখেনি শৈলশহর।
2/8

শুক্রবার ধস নামে দার্জিলিংয়ের পাতাবুং তুকভার টি এস্টেট এলাকায়। ধসে চাপা পড়ে মৃত্যু হয় বাবুলাম রাই নামে তুকভার টি এস্টেটের এক বাসিন্দার।
Published at : 25 Aug 2023 04:09 PM (IST)
আরও দেখুন






















