এক্সপ্লোর
Durga Puja 2023:পুজোর ২৫ বছর পূর্তিতে 'বসুধৈব কুটুম্বকম'-র পথে এক পা, দুঃস্থ শিশুদের দিয়ে উদ্বোধন আবাসনের পুজো
Pujo In Apartments: দুর্গোৎসবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সেই সারকথাকেই মাথায় রেখে এগোল জোনালি দুর্গোৎসব কমিটি। ৭৫ দুঃস্থ পড়ুয়াকে সামিল করে নিল আনন্দময়ীর আরাধনায়।
পুজোর ২৫ বছর পূর্তিতে 'বসুধৈব কুটুম্বকম'-র পথে এক পা, দুঃস্থ শিশুদের দিয়ে উদ্বোধন আবাসনের পুজো
1/8

'জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ'...সে কি স্রেফ কথায় কথা? সাধারণের বিশ্বাস, আনন্দ ভাগ করে নিলে কমে না, বরং বাড়ে। দুর্গোৎসবের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সেই সারকথাকেই মাথায় রেখে এগোল জোনালি দুর্গোৎসব কমিটি। ৭৫ দুঃস্থ পড়ুয়াকে সামিল করে নিল আনন্দময়ীর আরাধনায়।
2/8

ঠাকুরপুকুরের 'সেভ দ্য চিলড্রেন হোম' নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা নিরন্তর এই দুঃস্থ পড়ুয়াদের নিয়ে কাজ করে। ২৫ বছরের পুজো উদ্বোধনে সেই স্বেচ্ছাসেবী সংস্থার ৭৫ জন শিশু-কিশোরীকে নিয়ে এসেছিল মহাত্মী গাঁধী রোডের উপর এই ছোট্ট আবাসনের দুর্গোৎসব কমিটি।
Published at : 24 Oct 2023 04:04 PM (IST)
আরও দেখুন






















