এক্সপ্লোর
Howrah Maidan Metro : ঝাঁ চকচকে চেহারা, ছবির মতো স্টেশন, রইল হাওড়া ময়দান মেট্রো স্টেশনের ভার্চুয়াল সফর
East West Metro:ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রান্তিক স্টেশন। হাওড়া ময়দান। চলছে পরিষেবা শুরুর জন্য অপেক্ষার প্রহর গোণা। গেটের একাংশে লাল টেরাকোটার কাজ থেকে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম, থাকছে একাধিক ব্যবস্থা।
Howrah Maidan Metro Station
1/10

জোরকদমে শেষ পর্যায়ের কাজ চলছে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Maidan Metro Station)। যা হতে চলেছে দেশের গভীরতম মেট্রো স্টেশন।
2/10

হাওড়া স্টেশনের আদল মাথায় রেখে হাওড়া মেট্রো স্টেশনের গেটের একাংশ মুড়ে ফেলা হয়েছে লাল টেরাকোটায়। যাতে ঐতিহ্য, আভিজাত্যের সঙ্গে মিশে যায় আধুনিকতা।
Published at : 17 Nov 2023 03:46 PM (IST)
আরও দেখুন






















