এক্সপ্লোর
SSC Scam: বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান ED-র, মিলল কী কী?
Gold And Money Found: দুটি ফ্ল্যাট মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার হদিস। সঙ্গে উদ্ধার বিপুল সোনা। কী কী ছিল সেই সোনায়? দেখুন।
বিপুল পরিমাণ অর্থ উদ্ধার বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান থেকে
1/8

গণনার পর অর্পিতা মুখোপাধ্য়ায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ২৭ কোটি ৯০ লক্ষ টাকা এভাবেই সাজান ইডি আধিকারিকরা।
2/8

শুধু টাকা নয়, ওই ফ্ল্যাট থেকেও উদ্ধার হয়েছে তাল তাল সোনা।
3/8

ইডি-র সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া ২৭ কোটি ৯০ লক্ষ টাকার মধ্যে ২ হাজারের নোটে ৫০ লক্ষ টাকার বাণ্ডিল রয়েছে।
4/8

উদ্ধার হয়েছে ৫০০-র নোটে ২০ লক্ষের বাণ্ডিল উদ্ধারও।
5/8

ঘরের ভিতর থেকে শৌচালয়, সর্বত্রই রাখা ছিল টাকা। খবর ইডি সূত্রে।
6/8

দুই ফ্ল্যাট মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে।
7/8

সঙ্গে মোট ৬ কেজি ওজনের সোনাও পেয়েছেন তদন্তকারীরা। যার মধ্যে রয়েছে কঙ্কন, বাট, সোনার পেন-সহ একাধিক অলঙ্কার।
8/8

উদ্ধার হওয়া গয়নার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৩১ লক্ষ টাকা।
Published at : 28 Jul 2022 02:00 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















