এক্সপ্লোর
Gujarat Elections Result 2022:গুজরাতে জয়ের উদযাপন! গেরুয়া রঙে রাঙাল মহানগরও
Celebration At Kolkata:২০২৪-এ দেশের লোকসভা নির্বাচন। তাঁর প্রাক্কালে কার্যত সেমিফাইনালের মঞ্চে নিজের গড়ে কংগ্রেসকে হেলায় হারালেন মোদি-শাহ। জয়ের উদযাপন এসে আলোড়ন তুলল মহানগরেও।

রাজ্য বিজেপির সদর দফতরের সামনে গেরুয়া আবিরের উৎসব (ছবি: PTI)
1/8

২০২৪-এ দেশের লোকসভা নির্বাচন। তাঁর প্রাক্কালে কার্যত সেমিফাইনালের মঞ্চে নিজের গড়ে কংগ্রেসকে হেলায় হারালেন মোদি-শাহ। জয়ের উদযাপন এসে আলোড়ন তুলল মহানগরেও।
2/8

গুজরাতের ফলাফল স্পষ্ট হতেই কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরের সামনে উৎসবে মাতলেন কর্মী-সমর্থকরা।
3/8

গেরুয়া আবিরে ছয়লাপ চারদিক। উড়ল বিজেপির প্রতীকও।
4/8

গেরুয়া আবিরে একে অন্যকে স্নান করিয়ে দিলেন কর্মী-সমর্থকরা।
5/8

১৮২ আসনের গুজরাত বিধানসভায় ১৫৭ টি আসন জিতেছে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র ১৬ আসন। বিরোধী শিবিরকে কার্যত নিশ্চিহ্ন করে দেওয়ার এই সাফল্য উদযাপন করলেন এই শহরে পদ্ম শিবিরের কর্মীরাও।
6/8

'গুজরাত নে তো কামাল কর দিয়া...' বলে নয়াদিল্লির বিজেপি সদর দফতরে বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী। তার ঠিক আগেই অবশ্য় বঙ্গ বিধআনসভায় মিষ্টিমুখ করতে দেখা গেল রাজ্যের বিজেপি বিধায়কদের। (ছবি:BJP BENGAL TWITTER)
7/8

ছিলেন অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামীর মতো গেরুয়া শিবিরের পরিচিত মুখ।(ছবি:BJP BENGAL TWITTER)
8/8

গুজরাতে এদিন বিজেপির পারফরম্যান্স অতীতের বহু রেকর্ড ভেঙে দিয়েছে। হিমাচল প্রদেশের ফলাফল কিছুটা অস্বস্তিতে রাখলেও আপাতত মোদী-শাহের গড়ের পারফরম্যান্সকেই তুলে ধরতে চায় গেরুয়া শিবির।(ছবি:BJP BENGAL TWITTER)
Published at : 08 Dec 2022 11:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
