এক্সপ্লোর
Durga Puja 2023: লাঠিখেলা এই পুজোর অঙ্গ! ১০৫ বছরে পা বাগবাজার সর্বজনীনের
Bagbazar Sarbojanin: হাতেগোনা যে কয়েকটি বারোয়ারি পুজো এখনও সাবেকি পুজো করে আসছে। এটি সেগুলির মধ্যেই একটি।
নিজস্ব চিত্র
1/10

অষ্টমীর সকাল থেকেই শুরু দুর্গাপুজোর প্রস্তুতি। বাগবাজার সর্বজনীনে সকাল থেকেই শুরু পুজো। কলকাতার এই বারোয়ারির বয়স ১০০ বছরেরও বেশি।
2/10

কলকাতার এই প্রাচীন পুজো শতবর্ষ পেরিয়েছে। এবার ১০৫ বছরে পা দিল বাগবাজার সর্বজনীনের পুজো।
3/10

অনেকদিন ধরেই কলকাতার নানা নামকরা পুজো থিম পুজোয় মেতেছে। হাতেগোনা যে কয়েকটি বারোয়ারি পুজো এখনও সাবেকি পুজো করে আসছে। এটি সেগুলির মধ্যেই একটি
4/10

থিমের জোয়ারে গা না ভাসিয়ে, সাবেকি মেজাজ আঁকড়ে রয়েছে উত্তর কলকাতার এই পুজো। বরাবরের মতো এবারও প্রতিমার ডাকের সাজ।
5/10

সকালে আরতি শুরু হয়েছে বাগবাজার সর্বজনীনের পুজোয়। পঞ্জিকা, তিথি-নক্ষত্র মেনে কঠোর নিয়মে দেবী আরাধনা হয় এখানে। অঞ্জলি দেওয়ার জন্য ভিড় করেছেন দর্শনার্থীরা
6/10

বাগবাজার সর্বজনীনের পুজোর পরতে পরতে জড়িয়ে আছে ইতিহাস। জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে এই পুজোর সূচনা হয়।
7/10

নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নলিনীরঞ্জন সরকার-সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই পুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন।
8/10

বাগবাজার সর্বজনীনের পুজোর একটি বিশেষ প্রথা হল বীরাষ্টমী। লাঠি খেলার মাধ্যমে বাগবাজার সর্বজনীনে বীরাষ্টমী প্রথা পালন করা হয়।
9/10

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে বাংলার বিপ্লবীদের শরীরচর্চার অন্যতম অঙ্গ ছিল লাঠিখেলা, তরোয়াল খেলা এবং কুস্তি। ধীরে ধীরে তা মাতৃ আরাধনার অঙ্গ হয়ে যায়।
10/10

সেই প্রথা মেনে এবারও মহাষ্টমীতে বাগবাজার সর্বজনীনে লাঠি খেলার আয়োজন করা হয়েছে।
Published at : 22 Oct 2023 12:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























