এক্সপ্লোর
Durga Puja 2023: রং-তুলিতে ফুটে উঠছে পণ্য ফেরির একাল-সেকাল! তুঙ্গে পুজো-প্রস্তুতি
Rajarhat: রাজারহাটের কালী পার্কের সিলভার ওক এস্টেট। মন্ডপ সজ্জা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান-খাওয়া দাওয়া। রকমারি আয়োজন রাখছেন উদ্যোক্তারা।
নিজস্ব চিত্র
1/9

এখন সমাজ বদলেছে। বদলেছে পরিবারের গঠন, বদলে গিয়েছে পাড়ার ধারণাও। চারিদিকে মাথা তুলেছে বহুতল আবাসন। এখন পুজোর আমেজ লাগে সেখানেও। সবাই মিলে হইহই করে আয়োজন করেন দুর্গা আরাধনার। বারোয়ারি পুজোর মতো আবাসনের পুজোতেও এখন লেগেছে থিমের বাহারের চমক। আর সেখানেই নিজের ছাপ রেখেছে রাজারহাটের সিলভার ওক এস্টেট।
2/9

রাজারহাটের কালী পার্কের সিলভার ওক এস্টেট। আবাসনে রয়েছে ৫০০ ফ্ল্যাট, ৫০টি বাংলো। বাসিন্দারা জানাচ্ছেন ২২০০-এরও বেশি বাসিন্দা রয়েছেন এই আবাসনে। মন্ডপ সজ্জা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান-খাওয়া দাওয়া। রকমারি আয়োজন রাখছেন উদ্যোক্তারা।
Published at : 27 Sep 2023 09:48 PM (IST)
আরও দেখুন






















