এক্সপ্লোর
Eid-ul-Fitr festival: ইদের আগে ফুল-মিষ্টি নিয়ে ষোলো আনা মসজিদে মুখ্যমন্ত্রী, স্থানীয়দের সঙ্গেও শুভেচ্ছা বিনিময়
মমতা বন্দ্যোপাধ্যায়, Mamata Banerjee
1/10

মাঝে আর একটা দিন, তারপরই খুশির ইদ। উৎসবের চেহারা বাংলা-জুড়ে।
2/10

প্রতিবারের মতোই ইদের আগের দিন ষোলো আনা মসজিদে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
3/10

রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে খিদিরপুরের প্রখ্যাতে মসজিদে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী।
4/10

সন্ধের দিকে প্রায় আধঘণ্টা মসজিদে ছিলেন মুখ্যমন্ত্রী।
5/10

মসজিদের মধ্যে কর্পোরেশনের যে অফিস রয়েছে সেখানে বসে ইমাম-মসজিক কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলেন।
6/10

জানা গিয়েছে, ইমামদের জন্য ফুল-মিষ্টি নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাদের সুবিধা-অসুবিধা নিয়েও খোঁজখবর নেন।
7/10

মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন জেনে মসজিদের সামনে ভিড় জমান অসংখ্য মানুষ।
8/10

বেরিয়ে যাওয়ার সময় কয়েকশো মিটার রাস্তা হেঁটে সাধারণ মানুষের অভিবাদন নেন মুখ্যমন্ত্রী।
9/10

ইদের আগে স্থানীয়রা মেতে উঠেছিলেন কেনা-কাটায়। শহরজুড়ে উৎসবের মেজাজ।
10/10

উৎসব উপলক্ষ্যে মহিলাদের হাতে মেহেন্দি করতেও দেখা যায়।
Published at : 02 May 2022 09:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























