এক্সপ্লোর
SC-ST Certificate : তফশিলি জাতি-উপজাতি, আদিবাসী ও ওবিসি সার্টিফিকেট দরকার ? কীভাবে আবেদন করবেন
তফশিলি জাতি, উপজাতি, আদিবাসী ও ওবিসি গোষ্ঠীর হয়েও যদি সংশাপত্র না থাকে, তাহলে অবশ্য বাড়তি ভাবনার কোনও কারণ নেই। কয়েকটা ধাপে এগোলেই মিলবে সেই সংশাপত্র।
Caste Certificate
1/10

রাজ্য সরকারে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর ও আদিবাসী উন্নয়ন দফতর যে সংশাপত্র দিয়ে থাকে।
2/10

তফশিলি জাতি, উপজাতি, আদিবাসী ও ওবিসি সম্প্রদায়ভুক্ত রাজ্যের মানুষকে 1A ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
3/10

ফর্মটি তুলতে হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। কারণ আবেদনের ফর্মের পিছনে ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর থাকা আবশ্যিক। জমা দিতে হবে কিছু নথি।
4/10

পশ্চিমবঙ্গে আদি বাসিন্দা বা ভূমিপত্র হিসেবে প্রমাণ দিতে ভোটার কার্ড বা আধার কার্ড বা খাদ্যসাথী কার্ড।
5/10

বাবার বংশের দিকের জাতিগত শংসাপত্র। উল্লেখ জাতি বা সম্প্রদায়ভুক্ত প্রমাণের অন্য কোনও শংসাপত্র বা পারিবারিক বিবরণ।
6/10

ওবিসি আবেদনকারীদের জন্য, ক্রিমি লেয়ারের অন্তর্ভুক্ত নন তার প্রমাণপত্র।
7/10

আবেদনকারীর পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক। যেমন ভোটার কার্ড বা আধার কার্ড।
8/10

আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
9/10

মোবাইল নম্বর উল্লেখ করে জমা দিতে হবে আবেদনকারীকে।
10/10

দুয়ারে সরকার ক্যাম্পে castecertificatewb.gov.in পোর্টালে আবেদন। নথি না থাকলেও স্থানীয় তদন্তের ভিত্তিতে মেলে শংসাপত্র।
Published at : 19 Jul 2023 05:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























