এক্সপ্লোর
Republic Day 2024:সিসিটিভি থেকে মহিলা নিরাপত্তা, সব দিকে 'নজর' রাখবে নতুন চালু অত্যাধুনিক লোকাল ট্রেন
Modern Local Train:৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেলের নিত্য যাত্রীদের জন্য 'উপহার' পূর্ব রেলের।
হাওডা স্টেশনে চালু অত্যাধুনিক লোকাল ট্রেন
1/8

৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেলের নিত্য যাত্রীদের জন্য 'উপহার' পূর্ব রেলের। আজ, শুক্রবার, হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে অত্যাধুনিক এক লোকাল ট্রেনের উদ্বোধন করেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার।
2/8

১২ কোচের এই লোকাল ট্রেনে যাত্রী সুবিধা বাড়ানো হয়েছে বলে খবর।ইস্পাতের তৈরি এই ট্রেনের প্রত্যেকটি কামরায় সিসিটিভি ও প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম লাগানো হয়েছে।
Published at : 26 Jan 2024 10:32 PM (IST)
আরও দেখুন






















