এক্সপ্লোর
Lounge in Sealdah Station : অত্যাধুনিক ওয়েটিং লাউঞ্জ শিয়ালদা স্টেশনে ? ব্যবহারে কত খরচ ?
শিয়ালদা স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য তৈরি হয়েছে ওয়েটিং লাউঞ্জ। ট্রেনের অপেক্ষায় বিরক্তি নয়, এবার পুরোটাই বিনোদনের আমেজ। নাম অভিবাদন। এই লাউঞ্জে থাকছে কী কী সুবিধা ? গুণতে হবে কত কড়ি ?
sealdah,Sealdah Station,West Bengal,west bengal,lounge,waiting lounge,sealdah station waiting lounge
1/14

ঝাঁ চকচকে ফ্লোর। শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বসার জায়গা। শিয়ালদা স্টেশনে অত্যাধুনিক ওয়েটিং লাউঞ্জ।
2/14

নাম অভিবাদন। থাকছে বিশাল টিভি স্ক্রিন। ম্যাসাজ চেয়ার।
3/14

ফুট স্পার ব্যবস্থা থেকে কফিশপের আদলে রুফ টপে বসে খাওয়ার জায়গা, কী নেই!
4/14

একনজরে দেখে মনে হতেই পারে কোনও বিমানবন্দরের লাউঞ্জ। এমনই অত্যাধুনিক।
5/14

এবার ট্রেনের অপেক্ষায় বিরক্তি নয়, এবার পুরোটাই বিনোদনের আমেজ।
6/14

শিয়ালদা স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মের পাশে দোতলায় তৈরি হয়েছে এই বিলাসবহুল লাউঞ্জ। ওপরে ওঠার জন্য রয়েছে লিফট।
7/14

এসি-নন এসি দু'ধরনের ওয়েটিং রুমেরই ব্যবস্থা রয়েছে। নন এসি ব্যবহার করা যাবে বিনামূল্যে।
8/14

এই লাউঞ্জ ব্যবহার করতে গেলে অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করতে হচ্ছে যাত্রীদের। করা যাবে অনলাইন পেমেন্টও।
9/14

এসি লাউঞ্জে বসার জন্য ঘণ্টায় ১০টাকা করে দিতে হচ্ছে। ব্যবস্থা রয়েছে শোয়ার। সেক্ষেত্রে ঘণ্টায় দিতে হচ্ছে ৭৫ টাকা।
10/14

এছাড়া মাসাজ চেয়ার, ফুট স্পা নিতে ১০ মিনিটে খরচ হবে ৭৫ টাকা।
11/14

বিশেষ আকর্ষণ কফিশপের আদলে রুফ টপে খাওয়া ও বসার জায়গা।
12/14

শিয়ালদা স্টেশনের হট্টগোলের মাঝে একটু নির্জনতা, সফর শুরু আগে কিছুটা আরাম।
13/14

শিয়ালদা স্টেশনে এবার থেকে যাত্রীদের জন্য অপেক্ষা করে থাকবে 'অভিবাদন'।
14/14

সামান্য কড়ি খরচ করলেই এবার থেকেই শিয়ালদা স্টেশনে ট্রেন ধরার মাঝের সময়ের বিরক্তি যাবে দূরে। সঙ্গী হবে ফুরফুরে সময় কাটানোর অবসর। (তথ্য-অরিত্রিক ভট্টাচার্য)
Published at : 11 Feb 2023 10:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















