এক্সপ্লোর
Rosogolla Day : জিআই স্বীকৃতির পাঁচে পা, বাংলায় পালিত রসগোল্লা দিবস
সোশালে ঘুরছে মজার ভিন্ন মিম। যেখানে বক্তব্য, হ্যাঁ, সরাসরি ব্যস্তনুপাতিক সম্পর্কের আর ভাল নিদর্শন আর কি হতে পারে। কারণ ডায়াবেটিস ডে-র দিনেই যে রসগোল্লা দিবসও।

Rosogolla Day, fifth Rosogolla day
1/10

আজ ১৪ নভেম্বর। ডায়াবেটিস ডে। মিষ্টি ও মধুমেহ রোগের সম্পর্কের যোগ আর নতুন করে বলার দরকার নেই। কিন্তু এই দিনটি যে অন্য কারণেই বিখ্যাত।
2/10

১৪ নভেম্বর-ই যে রসগোল্লা দিবস। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী এই দিনেই পালিত হয় রসগোল্লা দিবস।
3/10

কারণটাও বিশেষ। জিআই ট্যাগ। বাংলার মিষ্টি যে জগতসেরা। সেই স্বীকৃতি অর্জনের পাঁচ বছর।
4/10

রসগোল্লা পশ্চিমবঙ্গে বা ওড়িশার, এই নিয়ে ধুন্ধুমার লড়াই চলেছিল কয়েক দশক। শেষমেশ জিতেছে বাংলাই।
5/10

২০১৮ সালের ১৪ নভেম্বর জিআই ট্যাগ পায় রসগোল্লা। তারপর থেকেই 'বাংলার রসগোল্লা' স্বীকৃতিকে সম্মান দিতে রসগোল্লা দিবস পালন।
6/10

এবারে রসগোল্লা দিবস পালন পা দিল পাঁচ বছরে। তাই পাঁচ-রকমের রসগোল্লা সাজিয়ে পসরা সাজায় অনেক দোকান।
7/10

রসগোল্লা দিবস বিশেষভাবে পালনের বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছিল হুগলিতে। সেখানে শিশুদের হাতে তুলে দেওয়া হয় রসগোল্লা।
8/10

রসগোল্লা, ডায়াবেটিসের পাশপাশি ১৪ নভেম্বর শিশু দিবসও। সেই কথা মাথায় রেখেই বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়।
9/10

খাবারের কোনও দ্রব্যে জিআই স্বীকৃতি তকমা বাংলারই একমাত্র। থুড়ি, বাংলার রসগোল্লারই একমাত্র।
10/10

ছবি ও তথ্য- সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি।
Published at : 14 Nov 2022 03:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
