এক্সপ্লোর
Kali Puja 2025: মায়ের পুজো উপলক্ষ্য়ে জমজমাট তারাপীঠ থেকে কামাখ্যা, ভক্তি ও শক্তি এখানে মিলেমিশে একাকার
Diwali Kali Puja 2025 : কেউ গর্ভগৃহে ঢোকার সুযোগ পান কেউ পান না, বাইরে থেকে প্রণাম করে ফিরে যান এই বাসনা নিয়ে যে মায়ের কাছে যা অর্পণ করা হল, মা নিশ্চিতভাবে তা পূরণ করবেন।
মায়ের পুজো উপলক্ষ্য়ে জমজমাট তারাপীঠ থেকে কামাখ্যা, ভক্তি ও শক্তি এখানে মিলেমিশে একাকার
1/10

অসমের নীলাচল পর্বতের ওপর প্রাচীন মন্দির। ৫১ সতীপীঠের অন্যতম। একই সঙ্গে, তন্ত্র-মন্ত্রের পীঠস্থান। কামাখ্যা মন্দিরের অসীম মাহাত্ম্য ঘোরে ভক্তদের মুখে মুখে।
2/10

অম্বুবাচীর কয়েকদিন যেমন বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসেন, তেমনি বিপুল দর্শনার্থী সমাগম হয় কালীপুজোর সময়ও।
Published at : 21 Oct 2025 07:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















