এক্সপ্লোর
Karnataka Election Result : কন্নড়ভূমের সেরা জয় কংগ্রেসের, উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ল বাংলায়, দেখুন ছবি
আনন্দের আবির কং-দফতরের সামনে। স্থানীয় কর্মীদের মধ্যেও নতুন করে উৎসাহের ছোঁয়া।
Karnataka Election Result : কন্নড়ভূমের সেরা জয় কংগ্রেসের, উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ল বাংলায়, দেখুন ছবি
1/8

কর্ণাটকে কুর্সি বদল, ফলাফলে অনেক এগিয়ে কংগ্রেস । গদি হারানোর পথে বিজেপি, কিছুক্ষণের মধ্যে ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী বোম্মাইয়া ।
2/8

সারা দেশ জুড়ে সেলিব্রেশনে মেতেছে কংগ্রেস। আনন্দের আবির কং-দফতরের সামনে। স্থানীয় কর্মীদের মধ্যেও নতুন করে উৎসাহের ছোঁয়া।
3/8

এই ছবি দুর্গাপুরের। সবুজ আবিরে স্নান করলেন কর্মীরা। উড়ল হাত-নিশান।
4/8

নাচে-গানে-বাজনায় এক্কেবারে উৎসবের মেজাজ। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ১৩৭টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৬২টি আসনে।
5/8

ঢাকের তালে নাচ কংগ্রেস কর্মী, সমর্থকদের। বিলি করা হল লাড্ডু। কংগ্রেস পার্টি অফিসের বাইরে চলল বাজি ফাটানো।
6/8

কর্ণাটকে বিপুল ভোটে জয়ের সম্ভাবনা কংগ্রেসের। আবেগে ভাসলেন ডি কে শিবকুমার। প্রদেশ কংগ্রেস সভাপতির চোখে জল।বললেন, সনিয়াজিকে কথা দিয়েছিলাম, আমরা জিতব। সেই আবেগ ধরা পড়ল কংগ্রেস কর্মীদের মধ্যেও।
7/8

কন্নড়ভূমের রাজনৈতিক ইতিহাসে সেরা জয় পেল দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি। সেই আনন্দের ছোঁয়া বহরমপুরেও।
8/8

শুধু তাই নয়, ২০১৮-র তুলনায় এবার কংগ্রেস যতটা ভাল ফল করেছে, নম্বর গেমে ততটাই পিছিয়ে পড়েছে বিজেপি আর জেডিএস। সেই আনন্দের জোয়ার আছড়ে পড়ল বাংলাতেও।
Published at : 13 May 2023 03:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















