এক্সপ্লোর
Kolkata News: একটানা বৃষ্টিতে উপড়ে গেল গাছ, ভাঙল বাড়ি ! জল জমে বেহাল অবস্থা কলকাতার রাস্তার
Kolkata Rain Situation: প্রবল বর্ষণে জল জমল শহরের বিভিন্ন রাস্তাগুলিতে, ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
একটানা বৃষ্টিতে উপড়ে গেল গাছ, জল জমে বেহাল অবস্থা কলকাতার রাস্তার, ভাঙল বাড়ি !
1/10

নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমেছে। টানা বৃ্ষ্টিতে জলমগ্ন ধর্মতলা, পোস্তা, বড়বাজার, কৈখালি, দমদম। জল জমেছে এজেসি বোস রোড উড়ালপুলের একাংশে।
2/10

সকাল পর্যন্ত ধাপায় সবচেয়ে বেশি ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উল্টোডাঙায় ১০১ মানিকতলায় ৯৭, তপসিয়ায় ৭৯, ঠনঠনিয়ায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
3/10

বালিগঞ্জে ৭০, বীরপাড়ায় ৫৫ ও বেলগাছিয়া ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস।
4/10

প্রবল বর্ষণ জলের নীচে ফের গেল কলকাতার একাধিক রাস্তা। যদিও এই প্রথমবারের দৃশ্য নয়। বছরের পর বছর জল জমে যাওয়ার মতো ভোগান্তির অভিযোগ উঠে আসছে। কিন্তু এবারেও সেই একই ছবি ফিরল।
5/10

অধিকাংশ ক্ষেত্রেই ড্রেনেজ সিস্টেম নিয়েও অভিযোগ উঠে আসে। জল নির্গমণের পথে বাধা হওয়ায় জলজমে যায়। যার জেরে অসুবিধার মুখে পড়তে হয়।
6/10

IMD সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি।
7/10

নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো বাতাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ২৮ জুলাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা।
8/10

বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা। সুস্পষ্ট নিম্নচাপ বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় অবস্থান করছে।
9/10

আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এর অভিমুখ। আগামী দু'দিনে এই সিস্টেম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে এটি উত্তর ওড়িশা হয়ে ঝাড়খান্ড ও ছত্রিশগড়ের দিকে চলে যাবে।
10/10

মৌসুমী অক্ষরেখা লুধিয়ানা মুজাফফরনগর বরেলি গোরখপুর মুজাফফরপুর আসানসোলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে নিম্নচাপের এলাকা অর্থাৎ উত্তর ও বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে।
Published at : 25 Jul 2025 01:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























