এক্সপ্লোর
Naushad Siddiqui Arrested: ভাঙড়কাণ্ডে রণক্ষেত্র কলকাতা, গ্রেফতার নৌশাদ সিদ্দিকি, কী প্রতিক্রিয়া শাসক ও বিরোধীদের ?
Bhangar ISF TMC Clash: ভাঙড়কাণ্ডে রণক্ষেত্র কলকাতা, গ্রেফতার আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি, ভাঙড়কাণ্ডে মমতাকে দায়ী করলেন শুভেন্দু, কী বলল শাসক দল ?
ভাঙড়কাণ্ডে রণক্ষেত্র কলকাতা, গ্রেফতার নৌশাদ সিদ্দিকি, কী প্রতিক্রিয়া শাসক ও বিরোধীদের ?
1/10

শান্তনু সেন বলেন, 'যারা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে উঠছে না, যারা উন্নয়নের নিরিখে শত যোজন পিছিয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, মানুষের মধ্যে এতটাই জনভিত্তি করে ফেলছেন প্রত্যেকদিন।'
2/10

এদিন নৌশাদ সিদ্দিকি গ্রেফতারির পর শুভেন্দু অধিকারী বলেন, ' এটা নবান্ন থেকে করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এটা। সম্পূর্ণভাবে দায়ী। বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ নয়, এই পুলিশের নাম মমতা পুলিশ। এই জন্য কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই মামলা করেছে দিল্লিতে। এই পুলিশ মমতা পুলিশ, এরা পিসি ভাইপো ছাড়া অন্য কাউকে চেনে না।'
Published at : 22 Jan 2023 12:54 AM (IST)
আরও দেখুন






















