এক্সপ্লোর
Weather Update News: কয়েক ঘণ্টা পরেই বৃষ্টি আসছে কলকাতায়, সোম-মঙ্গলবারেও কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?
Rain Forecast Kolkata: রবিবার রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা
কয়েক ঘণ্টা পরেই আসছে বৃষ্টি?
1/10

আজ রবিবার। সকাল থেকে শহর কলকাতা জুড়ে ঝলমলে আবহাওয়া, তবে ততটা দাবদাহ নেই। দিন কয়েক জুড়েই বেশ মনোরম পরিবেশ। কিন্তু সন্ধের দিকে কি রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা? কেমন আবহাওয়া থাকবে রাজ্যের অন্যান্য় জেলাগুলিতে? এক নজরে দেখে নেওয়া যাক আজকের ওয়েদার আপডেট।
2/10

রবিবার রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। শিলা বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও থাকবে। মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্যে।
3/10

দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব রাজস্থানে ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর আসাম এবং মারাঠাওয়াড়া তে ঘূর্নাবর্ত। উত্তরপ্রদেশেও রয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অক্ষরেখার দাপট।
4/10

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বিদর্ভ পর্যন্ত অক্ষরেখা যেটি ওড়িশা ও ছত্রিশগড় এর উপর দিয়ে গিয়েছে। আরও একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে তামিলনাডু পর্যন্ত। এটি মারাঠা ওয়ারা ও কর্ণাটক এর ওপর দিয়ে বিস্তৃত।
5/10

দক্ষিণবঙ্গে আজ রবিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে পশ্চিমের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের আট জেলায় রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। এই পরিস্থিতি থাকবে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে।
6/10

সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায়। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে।
7/10

উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ উপরের জেলাতে। আগামী চার পাঁচ দিনে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং থেকে মালদা সব জেলাতে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিভিন্ন জেলাতে দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা।
8/10

সোমবার ও মঙ্গলবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবারের পর ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের তিন জেলাতে। বুধবারের পর সামান্য তাপমাত্রা বাড়তে পারে।
9/10

কলকাতায় সকালে পরিষ্কার আকাশ বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আজ বিকেল বেলায় বা রাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে আগামী কয়েক দিন; খুব বড়সড় পরিবর্তন নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৪ শতাংশ।
10/10

অন্যদিকে, ভারী বৃষ্টির সতর্কতা, শিলা বৃষ্টি ওড়িশাতে। ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টি পূর্বাভাস সর্তকতা থাকবে মধ্যপ্রদেশ হরিয়ানা চন্ডিগড় দিল্লী পাঞ্জাব ওড়িশা গুজরাট কর্ণাটক উত্তরাখন রাজস্থান ও উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
Published at : 04 May 2025 04:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















