এক্সপ্লোর
Mamata Banerjee On Deucha Pachami: দেউচা-পাঁচামি খনি প্রকল্পে জমিদাতাদের চাকরি, বাড়ি-সহ বাড়তি প্যাকেজ, কেউ বঞ্চিত হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee On Deucha Pachami
1/9

দেউচা পাঁচামিতে কয়লা প্রকল্প গড়তে বাধা দেওয়া হচ্ছে। ভুল বোঝাচ্ছেন খাদান মালিকদের একাংশ। অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দেউচা-পাঁচামি প্রকল্পে বাধা কাটাতে পুনর্বাসন প্যাকেজেও বদল এনেছে রাজ্য সরকার। জমির দ্বিগুণ দাম, আর্থিক অনুদান ৫ লক্ষ থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
2/9

মুখ্য়মন্ত্রী বলেছেন, কিছু করতে গেলে কয়েকজন বাধা দিচ্ছেন, দেউচা-পাঁচামি হলে লক্ষাধিক ছেলেমেয়ের চাকরি হবে, সরকার অনেক টাকা খরচ করবে, কিছু খাদান মালিক টাকা দিয়ে লোক এনে এসব করাচ্ছে, খাদান মালিকরা এসব চান না, আমরা কাউকে বঞ্চিত করব না।
Published at : 21 Feb 2022 10:22 PM (IST)
আরও দেখুন






















