এক্সপ্লোর
Manik Bhattacharya : কে 'হ্যাঁ'-বললে, তবেই ফাইনাল হত নিয়োগ তালিকা? মানিকের হোয়াটসঅ্যাপ চ্যাট রহস্যে মোড়া!
সূত্রের দাবি, মানিক ভট্টাচার্যর বাজেয়াপ্ত করা মোবাইল ফোনে সন্দেহজনক হোয়াটস অ্যাপ চ্যাটের হদিশ মিলেছে।
Manik Bhattacharya : কে 'হ্যাঁ'-বললে, তবেই ফাইনাল হত নিয়োগ তালিকা? মানিকের হোয়াটসঅ্যাপ চ্যাট রহস্যে মোড়া
1/9

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের পর, এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল ইডি।
2/9

ইডি সূত্রে খবর, বয়ানে অসঙ্গতি ও তদন্তে সহযোগিতা না করায় গভীর রাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি।
3/9

সূত্রের দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর বাজেয়াপ্ত করা মোবাইল ফোনে সন্দেহজনক হোয়াটস অ্যাপ চ্যাটের হদিশ মিলেছে।
4/9

ED সূত্রে দাবি, হোয়াটস অ্যাপ চ্যাটে জনৈক RK’র সঙ্গে মানিক ভট্টাচার্যের চ্যাটের হদিশ মিলেছে।
5/9

সেখানে, উল্লেখ করা হয়েছে, নম্বর বাড়ানোর পর চূড়ান্ত তালিকা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
6/9

গোটা বিষয়টি অনুমোদন করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হোয়াটস অ্যাপ চ্যাটেই জানিয়েছিল RK। কিন্তু, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে বা কারা, RK’ই বা কে, প্রশ্ন ED’র।
7/9

নিয়োগ দুর্নীতি মামলায় পুজোর আগে পার্থ চট্টোপাধ্যায়-সহ গ্রেফতার হন ৯ জন। আর পুজো মিটতেই গ্রেফতার হলেন মানিক ভট্টাচার্য।
8/9

এরপর কে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। ED র কাছে নাকি আরকে বা উল্লিখিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে, কিছুই বলেননি মানিক !
9/9

পার্থ চট্টোপাধ্যায়ের পর, নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় কোনও তৃণমূল বিধায়ককে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা।
Published at : 11 Oct 2022 02:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























