এক্সপ্লোর
Metro: যাত্রা শুরুর অপেক্ষায় জোকা-তারাতলা মেট্রো, মোদির উদ্বোধনের আগে কেমন সাজে সাজল স্টেশন?
Joka-Taratala Metro: জোকা থেকে তারাতলা মেট্রোর ৬ কিলোমিটার রাস্তার উদ্বোধন করা হবে। এই মেট্রো লাইনে মোট ৬টি স্টেশন থাকবে।
উদ্বোধনের আগে নজরকাড়া সাজে জোকা-তারাতলা মেট্রো
1/6

দীর্ঘ অপেক্ষার অবসান। জোকা–তারাতলা মেট্রো প্রকল্পের উদ্বোধন হবে আগামীকাল। উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে সেজে উঠেছে জোকা-তারাতলা মেট্রো।
2/6

জোকা-তারাতলা মেট্রো রুটের দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে রয়েছে মোট ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।
Published at : 29 Dec 2022 09:43 PM (IST)
আরও দেখুন






















