এক্সপ্লোর
Rat Dokhol Koro Protest: দিন বদলের আশায় বাংলা জুড়ে রাত দখল নারীর, 'সহযোদ্ধা' পুরুষও
RG Kar Incident: আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলেন আট থেকে আশি।
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/8

আর জি কর মেডিক্যাল কলেজ। রাজ্যের এই প্রথম সারির মেডিক্যাল কলেজে প্রতিদিন হাজারে হাজারে মানুষ আসেন চিকিৎসার জন্য। সেখানেই নারকীয় ঘটনা। খোদ কলকাতা শহরের প্রথম সারির মেডিক্যাল কলেজে কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন করার মতো ঘটনা কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্য।
2/8

এই নারকীয় ঘটনায় প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছে একেবারে সাধারণ মানুষ-জন। চায়ের দোকানে, বাসে, মেট্রোতে শোনা গিয়েছে সেই কথা। এই ঘটনা যেন একেবারে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে বহু লোককে। আর জি করের ওই ঘটনা এবং তারপরের ঘটনাপ্রবাহ হয়তো সেই যন্ত্রণাকে বদলে দিয়েছিল ক্ষোভে।
Published at : 15 Aug 2024 11:42 AM (IST)
আরও দেখুন






















