এক্সপ্লোর
RG করের বর্বরোচিত ঘটনার ১ বছর, আজ ফের দিকে দিকে প্রতিবাদ! কাল নবান্নর পথে অভয়ার মা-বাবা
আর জি করকাণ্ডের এক বছরে আজ ফের রাত দখলের ডাক। "প্রতিবাদের অধিকার মৌলিক অধিকার", নবান্ন অভিযান মামলায় বলল কলকাতা হাইকোর্ট।
RG করের বর্বরোচিত ঘটনার ১ বছর, আজ ফের দিকে দিকে প্রতিবাদ (PTI ছবি)
1/9

৯ অগাস্ট । ২০২৪ এর এক বিভীষিকাময় দিন। সেদিন ভোরের আলো ফোটার আগেই আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ করে খুন করা হয় কর্তব্যরত এক পিজিটি ছাত্রীকে। ৩৬ ঘণ্টা ডিউটি করার পর তাঁর সঙ্গে ঘটে যায়। বর্বরোচিত ঘটনা।
2/9

ভয়ঙ্কর, নজিরবিহীন এই ঘটনাকে কেন্দ্র করে নারী নিরাপত্তা ইস্যুতে গোটা রাজ্যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে । আন্দোলনের ঢেউ দেশ, মহাদেশের বেড়া টপকে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। নারী নিরাপত্তা ও কর্তব্যরত চিকিৎসকের খুন-ধর্ষণের প্রতিবাদে অভূতপূর্ব এক গণআন্দোলনের ছবি দেখে এ শহর, এ বিশ্ব।
Published at : 08 Aug 2025 12:02 PM (IST)
আরও দেখুন






















