এক্সপ্লোর
Sealdah Rail Accident : পাশাপাশি দু’টি লোকাল ট্রেনের ধাক্কা! শিয়ালদায় এমন দুর্ঘটনা ঘটল কীকরে?
শিয়ালদার DRM’এর দাবি, এই দুর্ঘটনা ঘটেছে কারশেডগামী ট্রেনের শান্টারের ভুলে। ওই শান্টারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন DRM শিয়ালদা।
Sealdah Rail Accident : পাশাপাশি দু’টি লোকাল ট্রেনের ধাক্কা! শিয়ালদায় এমন দুর্ঘটনা ঘটল কীকরে?
1/9

শিয়ালদা স্টেশন ছেড়ে এসেই পাশাপাশি দু’টি লোকাল ট্রেনের ধাক্কা! তার মধ্যে একটি ট্রেন ছিল যাত্রীবোঝাই!
2/9

ধাক্কার তীব্রতা যে যথেষ্ট ছিল তা স্পষ্ট ট্রেনের ক্ষতিগ্রস্ত অংশ থেকেই।
3/9

কিন্তু, এরকম দুর্ঘটনা ঘটল কীকরে? দু’টি চলন্ত ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগল কীকরে? কোনও ট্রেনের চালক কি সিগনাল দেখতে ভুল করেছিলেন? নাকি দুর্ঘটনার নেপথ্যে রয়েছে প্রযুক্তিগত ত্রুটি? উঠছে প্রশ্ন।
4/9

বিষয়টি খতিয়ে দেখতে আপাতত তদন্তে কমিটি তৈরি করেছে রেল। ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
5/9

ধাক্কায় জেরে দুমড়ে গেল কামরার অংশ! লাইন থেকে বেরিয়ে গেল ট্রেনের চাকা! কারশেডমুখী একটি ট্রেন খালি থাকলেও আরেকটি ট্রেন ছিল যাত্রীবোঝাই!
6/9

ফলে সামান্য এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত মারাত্মক দুর্ঘটনা!
7/9

৬ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয় যাত্রীবোঝাই আপ রানাঘাট লোকাল। একই সময়ে ৪ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয় কারশেডগামী একটি খালি লোকাল ট্রেন।
8/9

সংঘর্ষের তীব্রতায় কারশেডগামী লোকাল ট্রেনটির চালকের কেবিনের ডানদিকের অংশ তুবড়ে যায়।
9/9

যাত্রীবোঝাই রানাঘাট লোকালের পিছন দিকে, গার্ডের কেবিনের বাঁদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
Published at : 30 Nov 2022 03:32 PM (IST)
View More
Advertisement
Advertisement























