এক্সপ্লোর
Gangasagar Mela: বছরে পেরোলেই গঙ্গাসাগর মেলা, কোভিড পরিস্থিতিতে কী কী পরিষেবা ?
Gangasagar Mela 2023 on Covid Situation: দেশ-সহ রাজ্যে কোভিডের বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে বছর পেরোলেই গঙ্গাসাগর মেলা। কোভিড পরিস্থিতিতে কী কী পরিষেবা ?

South 24 Parganas News What service will available during Gangasagar Mela 2023
1/10

দেশ-সহ রাজ্যে কোভিডের বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে বছর পেরোলেই গঙ্গাসাগর মেলা। গতবছরও একইছবি দেখা গিয়েছিল বাংলায়।
2/10

ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে এবছরের গঙ্গাসাগর মেলা।
3/10

কুম্ভস্নান শুরু হচ্ছে ১৪ তারিখ ৬.৫৩ মিনিটে। পুণ্যস্নানের সময় ২৪ ঘণ্টা। মমতা বলেন, 'মেলায় ২২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস চালু থাকবে। ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এই সময়ে চলবে।
4/10

মূলত, যে হারে একাধিক দেশে সংক্রমণ লাগামছাড়াভাবে বাড়ছে, তাই উদ্বেগে ভারতও। গত কয়েকবছরের নিরিখে বছর শেষ এবং বছর শুরুর এই সময়টাতেই আচমকাই হুহু করে বেড়েছে কোভিড পজিটিভের সংখ্যা। তাই সতর্ক রাজ্য প্রশাসন।
5/10

কোভিডের এই ভ্যারিয়েন্ট নিয়ে বেশ চিন্তায় স্বাস্থ্য দফতর। সবথেকে বড় কথা বুস্টার ডোজ কতজন এখনও পাননি ? প্রশ্নটা রয়েই গিয়েছে। যদিও এই প্রশ্নের মধ্যেই তেইশ সালের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে গঙ্গা সাগর মেলা।
6/10

বাইশের শুরুতে সবাই যাতে কোভিডবিধি মেনে চলে, সেজন্য মাইকে অনবরত প্রচার করে চালিয়েছিল পুলিশ-প্রশাসন। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য সকাল থেকেই মাইকে চলেছে প্রচার।
7/10

চলতি বছরের শুরুতে, স্যানিটাইজ করা হয়েছিল মেলা চত্বর, সমুদ্র সৈকত। গঙ্গাসাগর থেকে পুণ্যার্থীদের আনা ভেসেলগুলিকেও স্যানিটাইজ করা হয়।
8/10

যেসব পুণ্যার্থীর মুখে মাস্ক নেই, তাঁদের হাতে মাস্ক তুলে দিয়েছিলেন স্বেচ্ছাসেবকরা। তবে শুধু নতুন বছরের অপেক্ষা নয়, বছর পেরোনর আগেই মাস্ক পরতে পরামর্শ দিয়েছেন রাজ্য তথা দেশের শীর্ষ নেতারা।
9/10

কোভিড নিয়ে উদ্বেগের মধ্যেই সমস্ত রাজ্যের কাছে কোভিড প্রস্তুতি সংক্রান্ত তথ্য চাইল কেন্দ্র। এর প্রেক্ষিতে সোমবার কলকাতার সমস্ত সরকারি হাসপাতাল ও জেলাগুলির সঙ্গে বৈঠকে বসছে স্বাস্থ্য দফতর।
10/10

। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 এর মোকাবিলায় দেশের হাসপাতালগুলি কতটা প্রস্তুত তা জানতে আগামীকাল, অনলাইনে সব তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে পাঠাতে হবে।
Published at : 26 Dec 2022 05:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
