এক্সপ্লোর
Gangasagar Mela 2024: মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগে জমজমাট গঙ্গাসাগর মেলা
Gangasagar Mela 2024 : মকর সংক্রান্তির পুণ্যস্নান ১৫ জানুয়ারি। তার আগে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা।
![Gangasagar Mela 2024 : মকর সংক্রান্তির পুণ্যস্নান ১৫ জানুয়ারি। তার আগে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/a89512f62052891858629c2e46cbb8981705141709415484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগে জমজমাট গঙ্গাসাগর মেলা
1/10
![মকর সংক্রান্তির পুণ্যস্নান ১৫ জানুয়ারি। তার আগে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/8aa6dbdf9f849873ec15a353fc4df08b0c31b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মকর সংক্রান্তির পুণ্যস্নান ১৫ জানুয়ারি। তার আগে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা।
2/10
![প্রতিবছরই গোটা দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন সাগর-পাড়ের এই মেলায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/ba95ca4440adfc05f4531242f01b603ad6798.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতিবছরই গোটা দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন সাগর-পাড়ের এই মেলায়।
3/10
![গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/12ac4d7e83c77747dd28f357cfc86916fff7d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর।
4/10
![বিভিন্ন জায়গায় পুলিশের ক্যাম্প তৈরি করা হয়েছে। মেলার জন্য দিকে দিকে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/b2a23d17e50b645b752a833c9e11a8b9d3079.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিভিন্ন জায়গায় পুলিশের ক্যাম্প তৈরি করা হয়েছে। মেলার জন্য দিকে দিকে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
5/10
![ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। প্রস্তুত রাখা হয়েছে উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/265d6a6924bb7ec764fa23bad043a008ab444.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। প্রস্তুত রাখা হয়েছে উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফ এবং সিভিল ডিফেন্সকে।
6/10
![জলপথে নজরদারির জন্য প্রচুর বোট এবং হোভার ক্রাফট নামানো হয়েছে। রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/ad93722a7579f0e7f5a90597a6f0e0b4064d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জলপথে নজরদারির জন্য প্রচুর বোট এবং হোভার ক্রাফট নামানো হয়েছে। রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও।
7/10
![দিও এবার একাধিক বন্দোবস্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৫ লক্ষ ইন্স্যুরেন্স সহ গণ পরিবহন, চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/68882f23c81966886d8f91b6d1b13afa9cd0c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিও এবার একাধিক বন্দোবস্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ৫ লক্ষ ইন্স্যুরেন্স সহ গণ পরিবহন, চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
8/10
![তিনি বলেন,'মেলায় যাঁরা আসছেন তাঁদের জন্য ইন্স্যুরেন্সের সুবিধা থাকছে। ৫ লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দেওয়া হবে। পুলিশ, ভলেন্টিয়ার, তীর্থযাত্রী সহ সাংবাদিকরা এই সুবিধা পাবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/cbcafcb0700e0365630d8a5c4b6112a44ab01.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তিনি বলেন,'মেলায় যাঁরা আসছেন তাঁদের জন্য ইন্স্যুরেন্সের সুবিধা থাকছে। ৫ লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দেওয়া হবে। পুলিশ, ভলেন্টিয়ার, তীর্থযাত্রী সহ সাংবাদিকরা এই সুবিধা পাবেন।
9/10
![গঙ্গাসাগর মেলায় কোনও সমস্যা হলে রয়েছে টোল ফ্রি নম্বরও। এবারের মেলায় মোট ২১টি জেটি ব্যবহার করা হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/b36ada3a9729801b86abf260aa0d97792d961.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গঙ্গাসাগর মেলায় কোনও সমস্যা হলে রয়েছে টোল ফ্রি নম্বরও। এবারের মেলায় মোট ২১টি জেটি ব্যবহার করা হবে।
10/10
![আড়াই হাজার বাসের ব্যবস্থা করা হয়েছে। ছ’টি বার্জ, ৩২টি ভেসেল, একশোটি লঞ্চ, অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি জিপিএস ট্র্যাকিং, স্যাটেলাইট ট্র্যাকিং করা হবে। দুর্ঘটনা মোকাবিলায় ২৪০০ সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ারও নিয়োগ করা হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/8139a38b02d57ab387e4834436322785d144f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আড়াই হাজার বাসের ব্যবস্থা করা হয়েছে। ছ’টি বার্জ, ৩২টি ভেসেল, একশোটি লঞ্চ, অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি জিপিএস ট্র্যাকিং, স্যাটেলাইট ট্র্যাকিং করা হবে। দুর্ঘটনা মোকাবিলায় ২৪০০ সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ারও নিয়োগ করা হয়েছে।
Published at : 13 Jan 2024 03:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)