এক্সপ্লোর
Hooghly Violence: মমতার দীঘা সফর ঘিরে তোপ, রিষড়াকাণ্ডের পর সুজন-শুভেন্দুদের নিশানায় তৃণমূল সুপ্রিমো
Sujan Nawsad Suvendu Attacks Mamata on Hooghly violence: ট্যুইটে তোপ দাগলেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী । বাদ গেলেন না শুভেন্দু, নৌশাদরাও।
মমতার দীঘা সফর ঘিরে তোপ, রিষড়াকাণ্ডে সুজন-শুভেন্দুদের নিশানায় তৃণমূল সুপ্রিমো
1/10

দিলীপ ঘোষ বলেন, 'নরেন্দ্র মোদির শাসনের জন্য দেশ এগোচ্ছে। তাঁকে বদনাম করার জন্য, আগামী চব্বিশের নির্বাচনে, যাতে মোদিজিকে কমজোর করা যায়, সারা ভারত জুড়েই বিরোধীরা পরিকল্পনা করে গন্ডোগোল করাচ্ছেন। যাতে বিশ্বের সামনে তাঁর ইমেজ খারাপ হয়। যেহেতু নোবেল শান্তি প্রাইজ দেওয়ার জন্য তার নামও আসছে। তাঁকে কালিমালিপ্ত করার জন্য এই ধরণের ঘটনা ঘটানো হচ্ছে। তা না হলে, এমন শান্তিপূর্ণ এলাকায় অশান্ত পরিবেশ হতে পারে না।'
2/10

ট্যুইটে তৃণমূল-বিজেপিকে একযোগে তোপ দাগলেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী ।এদিন তিনি ট্যুইটে বলেছেন, 'বিভাজনের রাজনীতি সেঁকে বিজেপি-তৃণমূল উভয়েই আপাতত লাভের অঙ্ক গোনে।'
Published at : 05 Apr 2023 03:36 AM (IST)
আরও দেখুন






















