এক্সপ্লোর
Hooghly Violence: মমতার দীঘা সফর ঘিরে তোপ, রিষড়াকাণ্ডের পর সুজন-শুভেন্দুদের নিশানায় তৃণমূল সুপ্রিমো
Sujan Nawsad Suvendu Attacks Mamata on Hooghly violence: ট্যুইটে তোপ দাগলেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী । বাদ গেলেন না শুভেন্দু, নৌশাদরাও।

মমতার দীঘা সফর ঘিরে তোপ, রিষড়াকাণ্ডে সুজন-শুভেন্দুদের নিশানায় তৃণমূল সুপ্রিমো
1/10

দিলীপ ঘোষ বলেন, 'নরেন্দ্র মোদির শাসনের জন্য দেশ এগোচ্ছে। তাঁকে বদনাম করার জন্য, আগামী চব্বিশের নির্বাচনে, যাতে মোদিজিকে কমজোর করা যায়, সারা ভারত জুড়েই বিরোধীরা পরিকল্পনা করে গন্ডোগোল করাচ্ছেন। যাতে বিশ্বের সামনে তাঁর ইমেজ খারাপ হয়। যেহেতু নোবেল শান্তি প্রাইজ দেওয়ার জন্য তার নামও আসছে। তাঁকে কালিমালিপ্ত করার জন্য এই ধরণের ঘটনা ঘটানো হচ্ছে। তা না হলে, এমন শান্তিপূর্ণ এলাকায় অশান্ত পরিবেশ হতে পারে না।'
2/10

ট্যুইটে তৃণমূল-বিজেপিকে একযোগে তোপ দাগলেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী ।এদিন তিনি ট্যুইটে বলেছেন, 'বিভাজনের রাজনীতি সেঁকে বিজেপি-তৃণমূল উভয়েই আপাতত লাভের অঙ্ক গোনে।'
3/10

এদিন রামনবমীর মিছিলে আক্রান্তকে দেখতে PG হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। ট্যুইটে ছবি আপলোড করে ভিডিও দিয়ে শুভেন্দু বলেছেন, তিনি পিজি হাসপাতালে এদিন বিজয় মালিকে দেখতে গিয়েছিলেন। যিনি রিষড়ায় রামনবমীর মিছিলে যোগদান করে পরে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হন। তবে আক্রান্তর শারীরিক অবস্থা খুব একটা ভাল নয় বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।
4/10

রিষড়াকাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে ট্যুইটে তোপ সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার ট্যুইটে একাধিক ছবির কোলাজ পোস্ট করে, ছবিতে সবুজ কালি দিয়ে গোল করে চিহ্নিত করেছেন কয়েকজনের মুখ। তিনি প্রশ্ন তুলেছেন, 'যে মুখগুলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিল, তারা রামনবমীর শোভাযাত্রায় কী করছিল? একই মুখের দুই জায়গায় উপস্থিতি হামলার পিছনে পরিকল্পিত ষড়যন্ত্রের প্রশ্ন উস্কে দিচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস অবস্থান স্পষ্ট করুক।' ছবি পোস্ট করে প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতির।
5/10

এদিন শুভেন্দু বলেন, 'একটা বিশেষ সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস, ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাল করে জানেন, এই সম্প্রদায়ের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তিনি করতে পারেননি। তাই ২০২১ সালে এনআরসি-র মিথ্যে ভয় দেখিয়ে তাঁদের ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন। সাগরদিঘি নির্বাচন-উপনির্বাচনের পরে তিনি বুঝেছেন, যে পশ্চিম বাংলায়, সংখ্যাগুরু- সংখ্যালঘু শুধু নয়, প্রত্যেকটা সচেতন নাগরিক মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারাতে চান। স্বাভাবিকভাবে এই আতঙ্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে লোকাল নেতা কিছু আছে, তাঁদেরকে দিয়ে, এই জিনিসটা করাচ্ছেন।'
6/10

রিষড়ায় অশান্তিতে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, রামনবমীর মিছিল কেন ৫ দিন ধরে হবে? বিনা প্ররোচনায় হাওড়া, রিষড়ায় হামলা চালানো হয়েছে। ৬ তারিখেও মিছিলের নামে হামলা করতে পারে, প্রশাসনকে সতর্ক করছি, কোনও সমস্যা যেন না করতে পারে কেউ'।
7/10

রিষড়াকাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় দিলীপ ঘোষ । 'বাইরে থেকে প্রচুর লোক এনেছিলেন দিলীপ ঘোষ', আক্রমণে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। 'কী করে বুঝলেন বহিরাগত? হাওড়ার ঘটনার পরও কেন সরকার ব্যবস্থা নিচ্ছে না?' কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিলীপ ঘোষের।
8/10

গোটা ঘটনায় পুলিশি সমন্বয়ের অভাবের কথা বলছে বিশেষজ্ঞ মহল। সমন্বয়ের অভাবের কারণেই সেই সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা। পুলিশ-প্রশাসন আগাম খবর নিয়ে পরিস্থিতি মোকাবিলার ব্য়বস্থা রাখলে ঘটনাটি রোখা যাবে।
9/10

রিষড়া ইস্যুকে সামনে রেখে বিজেপি নেতাদের পর একধাপ এগিয়ে নৌশাদ বললেন, 'এই জন্য দায়ী পুলিশ মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'
10/10

রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর, মুখ্যসচিবের কাছ থেকে রাজ্যের রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এদিকে বিহারে অশান্তির প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে হাওড়া-রিষড়ার হিংসার ঘটনায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।মমতা বলেন, 'বিহারে বলছে ক্ষমতায় ফিরলে কেউ অশান্তি করলে তাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে বলছে। তাহলে আজ করছেন না কেন ? দাঙ্গা তো বিজেপি-বজরং দল করছে। বাংলায় এসে একরকম কথা বলেন আর আড়ালে কর্মীদের উস্কানি দেন।'
Published at : 05 Apr 2023 03:36 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
