এক্সপ্লোর
TMC 21 July: ২১ জুলাই এর মঞ্চে 'শাহরুখ খান'? হুডখোলা গাড়িতে এলেন 'মমতা'! চমকে গেলেন সমর্থকরা !
TMC 21 July Rally: বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসেছেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা।
ধর্মতলার সমাবেশে শাহরুখ খান!
1/7

ধর্মতলা চত্বরে রকমারি খাবারের আয়োজন। কোথাও ডিম, কোথাও মুরগির মাংস, কোথাও আবার খাসির মাংস রান্না হচ্ছে। জেলা আলাদা, মেনুও আলাদা। মুর্শিদাবাদ সবথেকে এগিয়ে। ডিম ভাত যেমন রয়েছে, তেমনই রয়েছে মুরগি বা খাসির মাংসের ব্যবস্থা। পূর্ব বর্ধমানের মেনু যখন মাটন ভাত, তার পাশেই পশ্চিম বর্ধমানের তৃণমূল কর্মী, সমর্থকদের জন্য রান্না হচ্ছে মুরগির মাংস। বীরভূমের লোকেদের জন্য বরাদ্দ চিকেন ভাত।
2/7

মাথায় লক্ষ্মীর ঝাঁপি নিয়ে ধর্মতলায় ঘুরছেন তৃণমূল কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পকে তুলে ধরতেই এই উদ্যোগ।
3/7

কারও গলায় উন্নয়নের ক্যালেন্ডার, কারও মাথায় লক্ষ্মীর ঝাঁপি। রঙিন ধর্মতলা চত্বর। বিকোচ্ছে তৃণমূলের লোগো দেওয়া টুপি, খেলা হবে-র বার্তা দেওয়া ব্যাজ।
4/7

ধর্মতলার সমাবেশে শাহরুখ খান! রুপোলি পর্দার নায়কের সাজে একুশের সমাবেশে যোগ দিতে এসেছেন বোলপুরের তৃণমূল কর্মী।
5/7

মমতা বন্দ্যোপাধ্যায় সেজে নবদ্বীপ থেকে এসেছেন তাঁত শিল্পী সঙ্গীতা সামন্ত। ধর্মতলার সমাবেশে যোগ দিতে সকাল সকাল চলে এসেছেন মহিলা তৃণমূল কর্মী।
6/7

শিয়ালদা স্টেশন চত্বরে খোল-করতাল, ঢাক বাজিয়ে গান ধরেছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। নদিয়ার শান্তিপুর থেকে ধর্মতলার সমাবেশে যোগ দিতে এসেছেন তাঁরা।
7/7

জয়নগর থেকে সাইকেল চালিয়ে ধর্মতলার সমাবেশে যোগ দিতে এসেছেন ২ তৃণমূল কর্মী। কেউ আবার উন্নয়নের ক্যালেন্ডার গলায় ঝুলিয়ে ঘুরছেন। ধর্মতলা চত্বরে ধরা পড়ল বর্ণময় ছবি।
Published at : 21 Jul 2025 11:11 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























