এক্সপ্লোর
CV Ananda Bose: সন্দেশখালিতে শুনলেন আতঙ্কের বয়ান! তারপর কী বললেন রাজ্যপাল?
Sandeshkhali Incident:প্রতিবাদের কারণে তাঁদের উপর আরও অত্য়াচার নেমে আসতে পারে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সামনে আশঙ্কাপ্রকাশ করেছেন তাঁরা।
নিজস্ব চিত্র
1/9

কেরল থেকে তড়িঘড়ি বাংলায় ফিরে সন্দেশখালি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেখানে পৌঁছতেই তাঁর পায়ে পড়লেন সেখানকার আতঙ্কিত মহিলারা। রাজ্যপালকে দেখেই অভিযোগ জানাতে থাকেন তাঁরা। রাজ্য়পালের সামনে হাতজোড় করে দাঁড়াতে দেখা গেল তাঁদের।
2/9

এই প্রতিবাদের কারণে তাঁদের উপর আরও অত্য়াচার নেমে আসতে পারে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সামনে আশঙ্কাপ্রকাশ করেছেন তাঁরা। এদিন তিনি পৌঁছতেই ফুল ছড়িয়ে, শঙ্খ বাজিয়ে অভ্যর্থনা জানানো হয় রাজ্যপালকে। একের পর এক মহিলা এসে তাঁর কাছে অত্য়াচারের অভিযোগ জানাতে থাকেন
Published at : 12 Feb 2024 05:39 PM (IST)
আরও দেখুন






















