এক্সপ্লোর
WB Municipal Election Result 2022: ব্যক্তিগত উষ্মা নেই কারও বিরুদ্ধে, সবুজ ঝড়ের মধ্যে যা যা বললেন মমতা
একাধিক বিষয় নিয়ে মন্তব্য মমতার।
1/9

বিধানসভা নির্বাচনের রেশ বকেয়া পুরভোটেও। বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি, সর্বত্রই সবুজ ঝড়ের ইঙ্গিত। তার মধ্যেই এবিপি আনন্দকে ফোনে এক্সক্লুসিভ সাক্ষাৎকার মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মতে মানুষ নিজের রায় দিয়েছেন। তিনি এবং দল তাই মানুষের কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে রাজ্যের পাশাপাশি গোটা দেশ থেকে বিজেপি-কে হটানোর কথা ফের এক বার জানান তিনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলিকে একত্রিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। পাশাপাশি বিধাননগর, শিলিগুড়ি, উত্তরপ্রদেশ, কংগ্রেস ছুঁয়ে গেলেন সব বিষয়ই। একনজরে আজকের মমতার গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি—
2/9

গোয়া নিয়ে- ‘‘সংগঠন গড়ে তুলতে ন্যূনতম তিন বছর সময় লাগে। তৃণমূল মোটে তিন মাস হল নেমেছে। এই অল্প সময়েও পড়ে থেকে কাজ করেছে মহুয়া, অভিষেক, ডেরেক।গোয়ার নির্বাচন বাংলার থেকে আলাদা। ভোট হয়ে যাওয়ার পরেও বিধায়ক কেনাবেচা হয়। তার জন্য আগের বার বেশি আসন পেয়েও সরকার গড়তে পারেনি কংগ্রেস। তা সত্ত্বেও আমাদের দল ভাল কাজ করেছে। ঘরে ঘরে তৃণমূলের নাম পৌঁছে দিতে পেরেছি আমরা। এ বার তো শুরু করলাম। তিন মাসে যা হওয়া সম্ভব, তার চেয়ে ভালই হবে,’’ বললেন মমতা।
Published at : 14 Feb 2022 01:39 PM (IST)
Tags :
Mamata Banerjee TMC BJP Congress CPI(M) Politics Yogi Adityanath Mamata Banerjee CPI(M) শিলিগুড়ি পুরসভা চন্দননগর পুরসভা নির্বাচন WB Municipal Elections WB Municipal Election 2022 WB Municipal Poll 2022 Lok Sabha Election 2024 বিধাননগর পুরসভা আসানসোল পুরসভা নির্বাচন Chandanagar Municipal Election Result Bidhannagar MC Election Result 2022 Asansol Municipal Poll Result Siliguri Municipal Election Result Municipal Election Result 2022 Mamata Banerjeeআরও দেখুন






















